ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সফিউদ্দিন স্মরণসভা

প্রকাশিত: ০৮:০৯, ২৩ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সফিউদ্দিন স্মরণসভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ভাষা সৈনিক সাংবাদিক সফিউদ্দিনের স্মরণসভা হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব মাঠে এই স্মরণসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, মুন্সীগঞ্জের ডিসি সায়লা ফারজানা ও এসপি জায়েদুল আলম। মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, বর্তমান সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সদস্য আতিকুর রহমান টিপু ও এ্যাডভোকেট আবু সাঈদ সোহান। স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী। পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন সিনিয়র সাংবাদিক শেখ আলী আকবর। সফিউদ্দিনের ছোট ছেলে নাজমুল আজাদ শুক্তি ছাড়াও উপস্থিত ছিলেন উপ-সচিব শাখওয়াত হোসেন শাওন, জেলা জাপা সভাপতি কতুবউদ্দিন আহম্মেদ, গণতান্ত্রিক পার্টির মাহতাবউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট শেখ আলাউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, এটিএন নিউজের সিনিয়র নিউজ রুম এডিটর শাহাদাৎ রানা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফারহানা মির্জা, প্রচার সম্পাদক সাইফুর রহমান, আইসিটি সম্পাদক তানজীল হাসান, দফতর সম্পাদক মাসুদুর রহমান ও সদস্য মাহবুবুর রহমানসহ বিশিষ্টি ব্যক্তিবর্গ। মফস্বল সাংবাদিকতায় কিংবদন্তি হিসেবে পরিচিত সফিউদ্দিনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব এই স্মরণসভার আয়োজন করে। তার স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
×