ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রক্সি দিতে গিয়ে দু’পরীক্ষার্থী শ্রীঘরে

প্রকাশিত: ০৬:৪০, ২২ অক্টোবর ২০১৬

গাজীপুরে প্রক্সি  দিতে গিয়ে দু’পরীক্ষার্থী শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই যুবক এখন শ্রীঘরে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দ-প্রাপ্তরা হলো- শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে তরিকুল ইসলাম (২৫) এবং শেরপুরের উত্তর শ্রীবর্দী গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে নুরুন্নবী আজাদ। গাজীপুরের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুন শিবলী জানান, গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য শুক্রবার সকালে পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে গাজীপুর শহরের রাণী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বদলি পরীক্ষা দেয়ার সময় নুরুন্নবী আজাদকে আটক করা হয়। সে ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে গাজীপুরের শ্রীপুর উপজেলার মারতা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মোঃ তারেকের স্থলে প্রক্সি (বদলি) পরীক্ষা দিচ্ছিল। একই অভিযোগে শহরের জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অপর বদলি পরীক্ষার্থী তরিকুলকে পরীক্ষা দেয়ার সময় আটক করা হয়। সে মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্ণপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নং ৫৫৭) বদলি পরীক্ষা দিচ্ছিল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে সাত দিনের এবং নুরুন্নবী আজাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ দ- দেয়া হয়।
×