ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ০১:২৮, ২১ অক্টোবর ২০১৬

সোনারগাঁয়ে ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে মুক্তা আক্তার (১৩) নামে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। শুক্রবার সোনারগাঁয়ের মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের অষ্টম শ্রেণীর ছাত্রী ও মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের সাধারণ কৃষক আসাদ আলীর মেয়ে মুক্তার আক্তারের বিয়ের দিন ঠিক করা হয়। বিষয়টি প্রশাসন জানতে পেরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা পুলিশ পাঠিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন। জানা গেছে, সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের কৃষক আসাদ আলীর মেয়ের মুক্তা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মাঝেরচর গ্রামের হানিফা মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী জিয়াউলের শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়। বিষয়টি প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঞাঁর সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদকে ঘটনাস্থলে পাঠিয়ে এ বিয়ে বন্ধ করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, সোনারগাঁয়ের মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের ৮ম শ্রেণীর স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। আমরা আগেই জানতে পেয়ে বাল্য বিয়ে বন্ধ করার অনুরোধ জানাই। তারা থানায় এসেছিল। বাল্য বিয়ে না দেয়ার মুচলেকাও আনা হয়েছে। শুক্রবার আমরা সারাদিন মনিটরিং করেছি। বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ওই ছাত্রীর মা আমার কাছে আবেদন জানিয়েছে মেয়েটির লেখাপড়ার খবচ দিতে হবে। আমি বলেছি সামাজিক ভাবে চেষ্টা করব।
×