ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৫ ঘণ্টায় গ্রেফতার ৭২ ॥ মাদক উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৪, ২১ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ২৫ ঘণ্টায়  গ্রেফতার ৭২ ॥ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে ২শ’ বোতল ফেনসিডিল, ৩ হাজার পিস ইয়াবা ও ৪০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ৭২ আসামি। বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি এলাকা থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তর কাইচ্ছুরি গ্রামের আবদুল মতিন (৩০) ও রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার আবদুল্লাহ আল মামুন (২৩)। তারা টাইগারপাস রেল কলোনিতে বসবাস করত। পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে মোঃ সেলিম উদ্দিন (৪২) নামের আরেক মাদক বিক্রেতাকে। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে এই মাদক বিক্রেতা আটক হয়। কুমিল্লা থেকে আনা হয়েছিল গাঁজাগুলো। এদিকে, চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ লিটার মদ। গ্রেফতার করা হয়েছে ৬৯ জনকে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার আসামিদের মধ্যে ৬ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি । এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এদিন মোট ৫৯৬টি মামলা দায়ের হয়। কাগজপত্রবিহীন ৪৭টি গাড়ি আটক করেছে ট্রাফিক বিভাগ।
×