ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরচুন সুজের দর বেড়েছে ৪৯৭ শতাংশ

প্রকাশিত: ০৫:৪৬, ২১ অক্টোবর ২০১৬

ফরচুন সুজের দর বেড়েছে ৪৯৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ট্যানারি খাতের নতুন কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের লেনদেনে প্রথম দিনেই দর বেড়েছে ৪৯ টাকা ৭০ পয়সা বা ৪৯৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৯ টাকা ৭০ পয়সা দরে। ডিএসইর তথ্য অনুযায়ী, ফরচুন সুজ ৪৫ টাকা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। কোম্পানিটির পারম্ভিক মূল্য ছিল ১০ টাকা। এদিন শেয়ারটির দর ৪০ টাকা ১০ পয়সা থেকে ৬২ টাকা ১০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১৮ হাজার ৩০০ বারে ৯৪ লাখ ৯৬ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৪৮ কোটি ৬০ লাখ টাকা। ফরচুন সুজের অনুমোদিত মূলধন রয়েছে ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৯৭ কোটি টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৯ কোটি ৭০ লাখ শেয়ার রয়েছে। হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠান করবে সিটি ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড হংকংয়ে নতুন সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংলাদেশ ব্যাংক ও হংকংয়ের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে প্রতিষ্ঠানটি স্থাপন করা হচ্ছে। ব্যাংকে প্রথমে লেনদেন সম্পর্কিত ব্যবসা ফোকাস করা হবে। অর্থাৎ নোট ভাঙ্গানো ও ঋণ সংক্রান্ত উপদেশ দেয়া হবে। রহিমা ফুডের বিরুদ্ধে তদন্ত কমিটি খাদ্য-আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, স্টক এক্সচেঞ্জ ও অন্য কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট রহিমা ফুডের অস্বাভাবিক শেয়ার লেনদেন অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে রহিমা ফুডের শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময় শেয়ারটির দর ৫১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৭৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×