ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনও বাংলাদেশের পোশাক শিল্পের দিকে তাকিয়ে

প্রকাশিত: ০৫:৪৫, ২১ অক্টোবর ২০১৬

চীনও বাংলাদেশের পোশাক শিল্পের দিকে তাকিয়ে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়ন এমন পর্যায়ে চলে গেছে যে, চীনের মতো দেশও বাংলাদেশের পোশাকশিল্পের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা শিরিন আখতার। বৃহস্পতিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে কর্মজীবী নারী আয়োজিত ‘পোশাকশিল্পে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা : নারীশ্রমিকের জীবন-জীবিকার ভারসাম্য’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শিরিন আক্তার বলেন, নারীরও একটা মন আছে, তারও শরীর আছে। আমরা পুরুষরা বিশ্রাম চাই, ভাল মজুরি চাই, চাকরির নিরাপত্তা চাই, কিন্তু একবারও নারীকে নিয়ে ভাবি না, তারা প্রত্যেক পদে পদে অবহেলিত নির্যাতিত ও সুবিধাবঞ্চিত। অন্যদিকে তাদের হাত ধরেই পোশাক রফতানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সেমিনারে নারী কর্মজীবীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার বলেন, এখন পর্যন্তও নারী শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, তবুও তারা নামমাত্র টাকার বিনিময়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কর্মজীবী নারীর পরিচালক সানজিদা সুলতানা উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবচেয়ে কষ্টের বিষয়টা হলো এখনও পোশাকশিল্পে কর্মজীবী নারীদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। সেমিনারে আরও বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুক্কুর আহমেদ, নারী শ্রমিক প্রতিনিধি লাভলী আক্তারসহ আরও অনেকে।
×