ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেট্রোল পাম্প ও লরি মালিকদের ধর্মঘটের হুমকি

প্রকাশিত: ০৯:১২, ২০ অক্টোবর ২০১৬

পেট্রোল পাম্প ও লরি মালিকদের ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ কমিশন বৃদ্ধি ও ইজারা মাসুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দাবি আদায়ে আবারও ধর্মঘটে যাচ্ছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। দাবি পূরণে সরকারকে এবার ১০ দিন সময় বেঁধে দিয়েছেন সংগঠনের নেতারা। এ সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে ৩০ অক্টোবর থেকে দেশের সকল পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, আগামী দশ দিনের মধ্যে সরকারের দেয়া প্রতিশ্রুতিসহ ১২ দাবি পূরণের দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী ৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দেশের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
×