ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা

প্রকাশিত: ০৪:১৩, ২০ অক্টোবর ২০১৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য দিবালোকে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা করেছে প্রভাবশালী যুবলীগ নেতা। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় সর্বত্র ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওই গৃহবধূর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়। ঘটনাটি ঘটেছে গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে। টরকী বন্দরের সৌদিপ্রবাসী হালিম সরদারের স্ত্রী মরিয়ম বেগম এজাহারে উল্লেখ করেনÑ মোবাইল রিচার্জের দোকান থেকে স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা মাহাবুব আলম কুট্টি তার ছোটবোন পপি আক্তারের মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের প্রস্তাবে তাকে কুপ্রস্তাব দেয়। এতে পপি রাজি না হওয়ায় তাকে ফোন দিয়ে ওই যুবলীগ নেতা পপিকে তার প্রস্তাবে রাজি করার জন্য চাপ প্রয়োগসহ মারধরের হুমকি দেয়। মরিয়ম বেগম এজাহারে আরও উল্লেখ করেনÑ গত ১৫ অক্টোবর বিকেলে বাজারের উদ্দেশে তিনি টরকী বন্দরে যাওয়ার সময় স্থানীয় হাই স্কুলের সামনে যুবলীগ নেতা মাহাবুব আলম কুট্টিসহ তার ২-৩ সহযোগী পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি প্রতিবাদ করেন। এতে যুবলীগ নেতা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে জুতাপেটাসহ মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর অবস্থায় মরিয়মকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা মাহাবুব আলম কুট্টি বলেন, মরিয়ম বেগম আমার বিরুদ্ধে এলাকায় মিথ্যে অপপ্রচার চালানোর বিষয়টি আমি তাকে জিজ্ঞাসা করলে সে আমার ওপর চড়াও হয়। চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এমপিওভুক্তির দাবিতে বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ফেডারেশনের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবিলম্বে এমপিভুক্তির দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, সরকার ২০১০ সালে ১ হাজার ৬২০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। এরপর অজানা কারণে স্বীকৃতিপ্রাপ্ত বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত থেকে যায়। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত নেতৃত্বের সিদ্ধান্তহীনতার জন্যই লক্ষাধিক শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজারের কম নয়। তারা এ ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করেন। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল কাদের। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল আলম, অধ্যক্ষ এম সোলায়মান কাসেমী, মহানগর নেতা অধ্যক্ষ মুছা প্রমুখ।
×