ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সায় নতুন চুক্তি নেইমারের

প্রকাশিত: ০৪:৩৯, ১৯ অক্টোবর ২০১৬

বার্সায় নতুন চুক্তি নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক ঝামেলা ছিল। তবে সবকিছু ছাপিয়ে নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বার্সিলোনা। পাঁচ বছরের নতুন চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে দুইপক্ষ। আগামী শুক্রবার নেইমার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে বার্সিলোনা কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ন্যুক্যাম্পে থাকবেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাতালানদের বর্তমান চুক্তি ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। এদিকে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন আরেক তারকা জ্যাভিয়ের মাশ্চেরানো। আর্জেন্টাইন এই ডিফেন্সিভ মিডফিল্ডার চুক্তি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোমবার কাতালানদের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন মাশ্চেরানো। এর ফলে ২০১৯ সালের জুন পর্যন্ত বার্সায় থাকা নিশ্চিত হয়েছে এই আর্জেন্টাইনের। চুক্তির পর মাশ্চেরানো বলেন, এখানে এটাই আমার শেষ চুক্তি। এ ব্যাপারে অন্তত নিশ্চিত হয়ে বলাই যায়। আশা করছি যতদিন ছিলাম সকলের পছন্দের মানুষ হয়েই ছিলাম। দীর্ঘ সময়ে বার্সিলোনায় আমি দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। ভক্তরাও আমাকে দারুণভাবে সমর্থন করেছে। ২০১০ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনায় যোগ দেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার। ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে আজহার স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে আলোচিত ডে-নাইট টেস্টে দারুণ পারফর্মেন্স করে ক্যারিয়ারে নিজেদের সেরা অবস্থানে উঠিয়ে নিয়ে এসেছেন পাকিস্তানী ব্যাটসম্যান আজহার আলী ও উইন্ডিজ লেগস্পিনার দেব্রেন্দ্র বিশু। ব্যাটসম্যানদের তালিকায় ১২তম স্থানে উঠে এসেছেন আজহার। আর বোলারদের মধ্যে বিশু জায়গা করে নিয়েছেন ৩০তম স্থানে। ১৭তম স্থানে থেকে দুবাই টেস্ট খেলতে নামেন আজহার। প্রথম ইনিংসে অপরাজিত ৩০২ ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন তিনি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকান দলটির ওয়ানডে অধিনায়ক। তার রেটিং এখন ৭৫৪। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানীদের মধ্যে আজহারের ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ইউনিস ৫ম স্থানে এবং মিসবাহ রয়েছেন ১১তম স্থানে। ব্যাটিংয়ে শীর্ষ চারে যথাক্রমে স্টিভেন স্মিথ, জো রুট, হাসিম আমলা ও কেন উইলিয়ামসন। দুবাই টেস্টে ১০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশু। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করেন তিনি। ফলে ৪৮২ রেটিং নিয়ে ৪১তম স্থান থেকে ৩০তম স্থানে উঠে এসেছেন তিনি। এটি বিশুরও সেরা ক্যারিয়ার র‌্যাঙ্কিং। বোলিংয়ে সেরা পাঁচে রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও রঙ্গনা হেরাথ। টেস্ট অলরাউন্ডার সেরা পাঁচে- রবিচন্দ্রন অশ্বিন, সাকিব-আল হাসান, রবীন্দ্র জাদেজা, মঈন আলী ও মিচেল স্টার্ক।
×