ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুল তথ্য দিয়েছে ফারইস্ট নিটিং

প্রকাশিত: ০৪:১১, ১৯ অক্টোবর ২০১৬

ভুল তথ্য দিয়েছে ফারইস্ট নিটিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিকভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমছে ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইংয়ের। কোম্পানিটি ২০১২-১৩ অর্থবছরে ২.৫৪ টাকা ইপিএস দেখিয়ে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করলেও সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ২ টাকায় নেমে এসেছে। কোম্পানি মিথ্যা আর্থিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং কোম্পানির ২০১৩-১৪ অর্থবছরে ইপিএস হয় ২.৬৬ টাকা, যা ২০১৪-১৫ অর্থবছরে ২.৩৮ টাকা ও সর্বশেষ ২০১৫-২০১৬ অর্থবছরে ২ টাকা হয়েছে। এদিকে কোম্পানি আর্থিক হিসাবে মিথ্যা তথ্য দিয়েছে। ডিএসইর ওয়েবসাইটে ফারইস্ট এর প্রোফাইলে দেখা গেছে, কোম্পানিটি ১ম, ২য় ও ৩য় প্রান্তিকে পৃথকভাবে যে হিসাব দিয়েছে তা কোম্পানিরই প্রদত্ত ৩ প্রান্তিকের (৯ মাস) মোট যোগফলের সঙ্গে মিলছে না বলে ডিএসই কর্তৃপক্ষ মিথ্যা হিসাবগুলোকে লাল চিহ্নিত করে রেখেছে। কোম্পানির মুনাফা ও ইপিএস হিসাবে লাল চিহ্নিত করে রাখা হয়েছে। কোম্পানিতে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২৭ টাকা বিনিয়োগ করলেও শেয়ারহোল্ডাররা পাবে ৫.৫৬ শতাংশ হারে বা প্রতিটি শেয়ারে ১.৫ টাকা। কারণ ২০১৫-১৬ অর্থবছরের ব্যবসায়িক ফলাফলের উপরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি শেয়ারে ১.৫ টাকা বা ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ব্যবসায় নেতিবাচকতার কারণে ফারইস্টের শেয়ার দর ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে।
×