ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রতারণা ॥ যশোরে রিয়েল এস্টেট কোম্পানির ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৫২, ১৯ অক্টোবর ২০১৬

প্রতারণা ॥ যশোরে রিয়েল এস্টেট কোম্পানির ১৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া এবং মারপিট করার অভিযোগে এহসান সোসাইটি রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক, মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপকসহ ১৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের মৃত ইব্রাহিম গোলদারের ছেলে শামসুর রহমান মামলাটি করেন। আসামিরা হলো, কোম্পানির ব্যবস্থাপক আতাউল্লাহ, প্রধান নির্বাহী কাজী রবিউল ইসলাম, চেয়ারম্যান মুফতী আবু তাহের বগদী, অর্থ মহাব্যবস্থাপক মুফতী জুনাইয়েদ, মহাব্যবস্থাপক মুফতী আমিনুল হক, পরিচালক মুফতী গোলাম রহমান, কোম্পানির মাঠকর্মী যশোরের শেখহাটি জামরুলতলা এলাকার মৃত ইয়াকুব মোল্লার ছেলে বাবর আলী, একই এলাকার মৃত গোলাম নবীর ছেলে আব্দুল হক, আরবপুর বিমানবন্দর সড়কের ৫৫৩ নম্বর বাড়ির মৃত সুলতান হোসেনের ছেলে এসএম সেলিমুল আজম চৌধুরী, ওয়াপদা পাড়ার ছবেদ আলী আকন্দের ছেলে সিরাজুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের খবিরুজ্জামান কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, শহরের মাছ বাজার মসজিদের খাদেম মোকছেদ আলী এবং উপশহর ‘সি’ ব্লক এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন। পদ্মায় অবাধে ইলিশ শিকার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ অক্টোবর ॥ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবাধে ইলিশ শিকার করা হচ্ছে। সুজানগর উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মাঝেমধ্যে অভিযান চালালেও ইলিশ শিকার রোধ করা যাচ্ছে না। প্রতিদিন শত শত মৎস্যজীবী পদ্মা নদীর চরভবানীপুর, চরসুজানগর, নিশ্চিন্তপুর, সাতবাড়িয়া, শ্যামনগর, ভাটপাড়া, গুপিনপুর, মাছপাড়া, মালিফা, মালফিয়া, মহব্বতপুর, কামারহাট, গোয়ারিয়া, নাজিরগঞ্জ এবং হাসামপুরসহ অর্ধশত পয়েন্ট থেকে অবাধে বিপুল পরিমাণ ইলিশ শিকার করছে। এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিন অসংখ্য মৎস্যজীবী রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত আবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবাধে ইলিশ শিকার করছে। রাতে পদ্মা নদীর তীরে দাঁড়ালেই শত শত মাছ ধরা নৌকার আলো দেখা যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এসব জেলের কাছ থেকে নৌকাপ্রতি প্রতিদিন এক হাজার টাকার টোকেন দিয়ে ইলিশ শিকারে পাঠাচ্ছে বলে জানা গেছে। এভাবে সাতবাড়িয়া ও নাজিরগঞ্জ থেকে প্রতিদিন জেলেদের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করা হচ্ছে। এর সঙ্গে উপজেলা মৎস্য বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত বলে জানা গেছে। নদীতীরবর্তী এলাকার অধিকাংশ ইউপি চেয়ারম্যানই এসব জেলেকে নির্বিঘেœ ইলিশ শিকারে টাকার বিনিময়ে পাস দিচ্ছে বলে জানা গেছে। অবৈধভাবে শিকার করা এসব ইলিশ তারা প্রকাশ্যে গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি করছে। প্রতি কেজি ইলিশ ৩শ’ থেকে ৫শ’ টাকা দরে বিক্রি করা হচ্ছে। শেরপুরে বন্যহাতির তা-ব ॥ আরও এক বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ অক্টোবর ॥ শেরপুর সীমান্তে থামছে না বন্যহাতির তা-ব। অব্যাহত তা-বে বসতবাড়ি ও ফসলের ক্ষতি আর পুনঃপুন প্রাণহানির ঘটনায় এখন খোদ পাহাড়ী এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। এবার শ্রীবরদী সীমান্তের রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি পাহাড়ী এলাকায় বন্যহাতির আক্রমণে ইয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাতে ওই ঘটনা ঘটে। এ নিয়ে শ্রীবরদী ও ঝিনাইগাতীর সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় গত ৭ দিনে ২ নারীসহ ৭ জন এবং দেড় মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। নিরাপদ সড়ক দাবিতে পদযাত্রা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নিরাপদ সড়কের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ সেøাগানে রংপুর থেকে ঢাকা পদযাত্রা শুরু করেছেন অলোক নাথ। পঞ্চাশোর্ধ অলোক নাথ ঢাকার পথে বগুড়ায় পৌঁছান মঙ্গলবার দুপুরে। সড়ক ও মহাসড়কে চলাচলের জন্য নিরাপদ সড়কের পাশাপাশি পরিবেশবান্ধব সড়কও তিনি চান। রংপুর প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু করেন শনিবার। বগুড়া পৌঁছেন ১৮ অক্টোবর মঙ্গলবার। তিনি দাবি করেন তার হাঁটার গতি ঘণ্টায় ১০ কিলোমিটার। যেখানে পৌঁছে রাত হয় সেখানে রাতের কিছুটা সময় ঘুমিয়ে ভোরে ফের পদযাত্রা শুরু করেন। দুদিনব্যাপী তথ্যমেলা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রাজশাহীতে মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁঞার নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। নগর ভবনে আয়োজিত সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় ‘তথ্য শক্তির’ ওপর গুরুত্বারোপ করেন। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে এর ভূমিকাও তুলে ধরেন। তাদের বক্তব্যে এ সময় বর্তমান বিশে^ তথ্যের আদান-প্রদানের বিভিন্ন ইতিবাচক দিক উঠে আসে।
×