ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও মেডিক্যাল চেকআপ

প্রকাশিত: ০৫:০৫, ১৮ অক্টোবর ২০১৬

 জাতীয় মহিলা সংস্থার  উদ্যোগে আলোচনা  সভা ও মেডিক্যাল  চেকআপ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস পালন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রবিবার সকাল ১০টায় সংস্থার বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে (৩য় তলায়) আলোচনা সভা ও মেডিক্যাল চেকআপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি এবং রেডিওথেরাপি বিভাগের চেয়ারম্যান ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক এবং মেডিক্যাল চেকআপ করেন বাংলাদেশ মহিলা সমিতির ব্রেস্ট ক্যান্সার এ্যাওয়ারনেস প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট ডাঃ লুৎফুন নেছা বেগম। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিঃ সচিব) জাহানারা পারভীন। অনুষ্ঠান শেষে প্রায় ১২০ জন মহিলাকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি মেডিক্যাল চেকআপ করানো হয়। -বিজ্ঞপ্তি
×