ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাঁধ ভেঙ্গে ছয় গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৬:১৭, ১৭ অক্টোবর ২০১৬

সাতক্ষীরায় বাঁধ ভেঙ্গে ছয় গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার কোলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ছয়টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার। পানিতে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলী জমি তলিয়ে গেছে। প্রবল জোয়ারের চাপে রবিবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদীর প্রায় আড়াইশ ফুট বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেলে এই বিপর্যয় দেখা দেয়। বাঁধভাঙ্গা পানিতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাশ, জহুরুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ জোয়ারে বাঁধটি ধসে পড়ে। এতে ছয়টি গ্রামের প্রায় এক হাজর পরিবার পানিবন্দী ও হাজার হাজার বিঘা মৎস্য ঘের এবং ফসলী জমি প্লাবিত হয়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কিছু দিন আগেও কোলায় বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এবার তার পাশে আরও একটি অংশে বেড়িবাঁধ ভেঙ্গে তার ইউনিয়নের কোলা ও হিজলিয়া নামে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এখানে বার বার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে তার ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড-সাতক্ষীরা-২ এ উপ-বিভাগীয় প্রকৌশলী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে জানান, বেড়িবাঁধটি সংস্কারের জন্য ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০ হাজার খালি বস্তা সরবরাহ করা হয়েছে। পানি কমে গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করা হবে।
×