ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের এলইডি লাইট কারখানা উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ অক্টোবর ২০১৬

ওয়ালটনের এলইডি লাইট কারখানা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনে এলইডি লাইট উৎপাদন কারখানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। দেশের উন্নয়নে সম্ভব সবকিছুই সরকার করবে। উদ্যোক্তা এবং সরকার একসঙ্গে বসলে এ সমাধান হবে। তিনি আরও বলেন, মানুষের চাহিদা ও রুচি সম্পর্কে ওয়ালটন ভাল বোঝে। সে অনুযায়ী বিশ্বমানের পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। এরপর মন্ত্রী ওয়ালটন মাইক্রোটেক কারখানা কমপ্লেক্সে এলইডি লাইট তৈরির কারখানা উদ্বোধন করেন। এছাড়া মন্ত্রী টেলিভিশন প্যানেল এ্যাসেম্বলি লাইন, এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) লাইন, টেলিভিশন উৎপাদন ইউনিট, ফাউন্ড্রি এ্যান্ড কাস্টিং প্রজেক্ট, রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, মোল্ড এ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
×