ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোটিপতির সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন

প্রকাশিত: ০৪:২০, ১৬ অক্টোবর ২০১৬

কোটিপতির সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন

কোটিপতির সংখ্যায় সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। দেশটিতে এখন কোটিপতির সংখ্যা ৫৯৪। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ৫৩৫। সম্পদ গবেষণা প্রতিষ্ঠান হুরুন কর্তৃক প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ডালিয়ান ওয়ান্ডা প্রতিষ্ঠানের মালিক ও ধনকুবের ওয়াং জিয়ালিন শীর্ষস্থানে রয়েছেন। ওয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৩ হাজার ২১০ কোটি ডলার। মূলত আবাসন ব্যবসায়ী হলেও যুক্তরাষ্ট্রের হলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লেজেন্ডারি পিকচার ও সনি পিকচারে তার বিনিয়োগ রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মা। তার সম্পদের পরিমাণ ৩ হাজার ৬০ বিলিয়ন। ২ হাজার ৪৬০ বিলিয়ন ডলারে ৩য় স্থানে রয়েছেন গেমিং জায়ান্ট টেসেন্টের কর্ণধার পনি মা। প্রতিবেদনে চীনের ঐতিহ্যবাহী ইস্পাত ও প্রাকৃতিক সম্পদ শিল্পের দীনতা ফুটে উঠেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×