ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রকাশিত: ০৬:২৪, ১৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অধ্যায়-১ পূর্ব প্রকাশের পর ঘটনা ২-: তদানীন্তন পাকিস্তানের বিভক্তি নিয়ে দাদা-নাতী গল্প করছিল। দাদা তার নাতী শফিকুলকে বললেন, তার বাবা রশিদ খান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তাদের দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী ওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখাচ্ছিল। ক) কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়? খ) ৬ দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? গ) ঘটনা-১ : তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। ঘ) ঘটনা -২: ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো। ক) মোট ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়। খ) পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী নানাভাবে পূর্ব পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন করে আসছিল। বাঙালি জাতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি নানা অধিকার থেকে বঞ্চিত ছিল। বাঙালি জাতির এসব অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা দাবি পেশ করেন। এই দাবি ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনের দাবি। তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বা দলিল বলা হয়। গ) ঘটনা-১ : তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে। বিজয়নগরে শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করে। তদানীন্তন পাকিস্তান সরকার ও পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্ধারণে সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করে। পাকিস্তানের শতকরা ৫৬ জনের ভাষা বাংলার হওয়া সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন। বাঙালিরা ঐ ঘোষণা মেনে না নিয়ে সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্র জনতার আন্দোলন তীব্রতর হয়। এদিনে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি করে ফলে রফিক জব্বার শফিকসহ নাম না জানা অনেকে শহিদ হন। বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে শেষ পর্যন্ত পশ্চিমা শাসকরা রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। উপরোক্ত ঘটনার ইঙ্গিতে উদ্দীপকের ঘটনা ১ এ লক্ষ্য করা যায়Ñ ঘ) ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি বিজয় অর্জন করা সত্ত্বেও পশ্চিমা শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। তারা অযথা সময় ক্ষেপণ করতে থাকতে। ঘটনা-২ এর শফিকুল ও তার দাদার কথার ধ্যে দিয়ে এ বিষয়টি ফুটে উঠেছে। ইয়াহিয়া ক্ষমতায় এসে ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দেয়। নির্বাচনে আওয়ামী লীগ ছয় দফাভিত্তিক কর্মসূচি ঘোঘণা করে এবং এরই প্রেক্ষিতে বিজয় লাভ করে। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রাদেশিক পরিষদেও আওয়ামী লীগ একইভাবে সফল হয়। এখানে ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসল লাভ করে বিজয় অর্জন করে। এভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও পশ্চিমা শাসকেরা ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে। এই ষড়যন্ত্রের রেশ ধরেই শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বাঙালি প্রতিষ্ঠা করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের। তাই বলা যায় যে ঘটনা ২ এর মাধ্যমে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি ফুটে ওঠে। বহুনির্বাচনী প্রশ্ন : ১. দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ক) মহাত্মা গান্ধী খ) মোহাম্মদ আলী জিন্নাহ গ) জওহর লাল নেহেরু ঘ) আল্লামা ইকবাল ২. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেয়ার সময় খাজা নাজিমুদ্দীন খান কোন দায়িত্ব প্রাপ্ত ছিলেন? ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী গ) পাকিস্তানের স্পিকার ঘ) প্রাদেকি আইনসভার স্পিকার ৩.পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন্ আন্দোনের মাধ্যমে এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে? ক) রাষ্ট্রভাষা আন্দোলন খ) অসহযোগ আন্দোলন গ) আওয়ামী লীগের আন্দোলন ঘ) স্বৈরাচার বিরোধী আন্দোলন ৪.কত সালে উর্দুকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়েছিল? ক) ১৯৩২ সালে খ) ১৯৩৭ সালে গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৬ সালে ৫. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন কোন ভাষা বিজ্ঞানী? ক) ড. আনিসুজ্জামান খ) পবিত্র সরকার গ) হর প্রসাদ শাস্ত্রী ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ৬. গণ আজাদী লীগ কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে ৭.তমুদ্দুন মজলিশে প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নাম কি? ক) মাতৃভাষায় শিক্ষাদান খ) বাংলার ভাষা বাংলা গ) পাকিস্তানের ভাষার যৌক্তিক দাবী খ) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ৮. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত প্রথম গৃহীত হয়েছিল। ক) ১৯৪৭ সালের ডিসেম্বরে খ) ১৯৪৭ সালের নভেম্বরে গ) ১৯৪৭ সালের অক্টোবরে ঘ) ১৯৪৭ সালের সেপ্টেম্বরে ৯.পাকিস্তানের গণপরিষদে কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান? ক) শামসুল হক খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ) ধীরেন্দ্রনাথ দত্ত ঘ) সুরঞ্জিত সেন গুপ্ত ১০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি – নাজিমুদ্দিন খান কোন দায়িত্বপ্রাপ্ত ছিলেন? ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী গ) পাকিস্তানের স্পিকার ঘ) প্রাদেশিক আইন সভার স্পিকার ১১. ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের কত তারিখে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়? ক) ৪ ফেব্রুয়ারি খ) ৬ ফেব্রুয়ারি গ) ১২ ফেব্রুয়ারি ঘ) ১৫ ফেব্রুয়ারি ১২. ১৯৫২ সালের ফেব্রুয়ারির উল্লেখযোগ্য ঘটনা হলো- র) ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল রর) মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ ররর) মিছিলে পুলিশের গুলিবর্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ওররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান আমলে এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেই র) জিন্নাহ এসেছিলেন রর) উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলা হয় ররর) বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ওররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪.পুলিশের গুলির মাধ্যমে যে ভাষা আন্দোলনকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল তার ফলাফল হলো- র) সাধারণ মানুষ ভাষার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে রর) সাধারণ মানুষ পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ করে ররর) বাঙালি জাতীয়তাবাদের বিকাশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ওররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫.ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনার কে উদ্বোধন করেন? ক) শহিদ শফিউরের পিতা খ) শহিদ আবুল বরকতের পিতা গ) শহিদ আব্দুল জব্বারের পিতা ঘ) শহিদ রফিক উদ্দিনের পিতা ১৬. যুক্তফ্রন্ট কিসের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছিল? ক) সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে খ) নির্বাচনী ইশতেহারের মাধ্যমে গ) হরতালের মাধ্যমে ঘ) পশ্চিম পাকিস্তান অবরোধের মাধ্যমে নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও। ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর গুলি চালায়। গুলিতে নিহত হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আবুল বরকত। আহতের সংখ্যা ছিল অনেক। ১৭. অনুচ্ছেদে কোন আন্দোলনের কথা বলা হয়েছে ক) ভাষা আন্দোলন খ) স্বাধীনতা সংগ্রাম গ) গণঅভ্যুত্থান ঘ) ছয় দফা আন্দোলন ১৮. উক্ত আন্দোলনের অর্জন ছিল র) সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান রর) বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান ররর) একুশে ফেব্রুয়ারি স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯.পূর্ব পাকিস্তানকালীন সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল? ক) ধর্ম খ) ভৌগোলিক নৈকট্য গ) ভাষা ঘ) পেশা ২০.প্রতিষ্ঠানলগ্নে আওয়ামী মুসলিম লীগের দাবিগুলো ছিল র) স্বায়ত্তশাসন রর) প্রাদেশিক নির্বাচন ররর) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে নির্বাচনকে সামনে রেখে ১৯৫৪ সালে একটি জোট গঠন করে। ২১.উদ্দীপকে উল্লেখিত রাজনৈতিক জোটটির নাম কী ছিল? ক) যুক্তফ্রন্ট খ) চার দলীয় জোট গ) মহাজোট ঘ) সাতদলীয় জোট ২২. এজোটের অন্যতম নির্বাচনী কর্মসূচি ছিল- র) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) পাটশিল্প জাতীয়করণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র, রর ও ররর গ) র ও ররর ঘ) রর ও ররর ২৩. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল? ক) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি খ) বিনা ক্ষতি পূরণে জমিদারি প্রথা উচ্ছেদ গ) মুসলিমদের মধ্যে জমিদারি প্রথা বন্টন ঘ) রাজবন্দীদের মুক্তিদান ২৪. যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় বাস্তবায়িত হয় র) পূর্ব- বাংলার স্বায়ত্তশাসন রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. শেখ মুজিবুর রহমান ছয় দফা কোন শহরে পেশ করেছিলেন। ক) করাচি খ) রাওয়ালপিন্ডি গ) পেশোয়ার ঘ) লাহোর ২৬. পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে এগিয়েছিল- র) প্রাথমিক শিক্ষায় রর) মাধ্যমিক শিক্ষায় ররর) উচ্চতর শিক্ষায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ১৯৭০ সালের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়? ক) ৭ ডিসেম্বর খ) ৮ ডিসেম্বর গ) ৯ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর ২৮.গণঅভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে শহিদ হন- র) মওলানা ভাসানী রর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ ররর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাসসুজ্জোহা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অুনচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মিশরীয় স্বৈরশাসকদের নির্যাতন নিষ্পেষনে অতিষ্ঠ হয়ে মিশরীয় জনগণ স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পতন ঘটায় ফলে মিশরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। ২৯.উদ্দীপকের মিশরীয় ঘটনাটির সাথে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ? ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের খ) ভাষা আন্দোলন গ) ছয় দফা দাবি ঘ) এগার দফা দাবি ৩০. মিশরীয় জনগণের প্রতিবাদের সাথে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জ্যপূর্ণ প্রতিবাদ ছিল- র) গণতন্ত্র বাস্তবায়ন রর) অর্থনৈতিক বৈষম্যের অবদান ররর) সামরিক চক্র কর্তৃক বিলুপ্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তরমালা: ১.খ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.ঘ ২১.ক ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.ঘ
×