ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দু’দিনেও হত্যাকা-ের ক্লু উদ্ধার হয়নি ॥ আলী হোসেনের গাড়িচালককে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৯:১৫, ১৪ অক্টোবর ২০১৬

দু’দিনেও হত্যাকা-ের ক্লু উদ্ধার হয়নি ॥ আলী হোসেনের গাড়িচালককে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাষানটেকে নিজ অফিসকক্ষে ইডেন মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আলী হোসেন মালিককে (৬৮) হত্যার ঘটনায় পুলিশ নিহতের গাড়িচালক সাইফুলকে খুঁজছে। ঘটনার পর থেকে সে পলাতক। তবে পুলিশ দু’দিনেও এ হত্যাকা-ের কোন ক্লু উদ্ধার করতে পারেনি। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ভাষানটেক থানার বনানীর ডিওএইচএস ২ নম্বর রোডের ৫৩/এ বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের সৈয়দ ডেভেলপার কোম্পানির অফিসকক্ষ থেকে ইডেন মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আলী হোসেন মালিকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে। ওই দিন বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আলী হোসেনের লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের রেলপাড়া নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ভাষানটেক থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম আসাদুজ্জামান জনকণ্ঠকে জানান, বনানী ডিওএইচএসের গৃহ নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন আলী হোসেন মালিক। সোমবার রাতে ওই কোম্পানির নিজ অফিসকক্ষে কাজ শেষে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই তিনি খুন হন। ইন্সপেক্টর (তদন্ত) জানান, ওই অফিসকক্ষের পাশের রুমে থাকতেন নির্মাণাধীন ওই ভবনের তত্ত্বাবধায়ক সেলিম মিয়া ও গাড়িচালক সাইফুল। ঘটনার পর থেকে গাড়িচালক সাইফুলকে খুঁঁজে পাওয়া যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ পুলিশ কর্মকর্তা জানান, গাড়িচালক সাইফুলকে খুঁজে পেলে আসল রহস্য উদ্ঘাটন হবে। তাকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির ডাসার থানায় পুলিশের টিম অভিযান চালিয়েছে। তাকে পাওয়া যায়নি। এছাড়া সাইফুলকে গ্রেফতারের জন্য বেশ কয়েকটি স্থানে হানা দেয়া হয়েছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমেও সাইফুলের সন্ধান করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা দাবি করেন, সাইফুল এখনও পুলিশের নাগালের মধ্যে। অচিরেই সাইফুলকে গ্রেফতার করে সাংবাদিকদের মুখোমুখি করা হবে।
×