ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৯:০৮, ১৪ অক্টোবর ২০১৬

১২ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার জাতীয় সংসদ গৃহীত ১২টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। খবর বাসসর বিলগুলো হলো- দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে গৃহীত ৬টি বিলÑবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬; রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬; চা বিল, ২০১৬ এবং সুপ্রীমকোর্ট জাজেস (রিমুনারেশন এ্যান্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬ এবং জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে গৃহীত ৬টি বিলÑ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১৬; সুপ্রীমকোর্ট জাজেস (লিভ, পেনশন এ্যান্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬; রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৬; বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল, ২০১৬।
×