ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাড় দিতে নারাজ ইংলিশ কোচ বেলিস

প্রকাশিত: ০৬:১০, ১২ অক্টোবর ২০১৬

ছাড় দিতে নারাজ ইংলিশ কোচ বেলিস

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ওয়ানডেতে ছিল দারুণ উত্তেজনা। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ হেরে যাওয়ার পর মরিয়া ছিল দ্বিতীয় ওয়ানডে জিততে। আর সে কারণেই উত্তাপটা ছড়িয়ে গেছে দর্শক থেকে শুরু করে ক্রিকেটারদের মাঝেও। এরই প্রতিফলন ঘটেছে যখন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আউট হয়ে যান তখন। সে সময় বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বাটলার। ফলশ্রুতিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানের ম্যাচ ফি থেকে ২০ ভাগ কর্তন এবং বাটলারকেও সতর্ক করে দিয়েছে আইসিসি। তবে ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস জানালেন পরবর্তীতে এ ধরনের কোন ঝামেলায় পড়লে তার দলের ক্রিকেটাররাও ছাড় দেবে না। তিনি মনে করেন অধিনায়ক হিসেবে বাটলারের অবশ্যই অধিকার আছে তার খেলোয়াড়দের পক্ষ নিয়ে যা কিছু বলার এবং করার। কিন্তু ভবিষ্যতে অবশ্যই যে কোন ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় সতর্ক থাকা উচিত বাটলারের এমনটাই আহ্বান তার। ইংল্যান্ড ২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর চরম বিপর্যয়ে পড়েছিল ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে। কিন্তু বাটলার ৫৭ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ক্রমেই বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিলেন ম্যাচটাকে। এ কারণে তাকে আউট করার আনন্দে আত্মহারা হয়ে পড়ে বাংলাদেশী ফিল্ডাররা। সে সময় কটূক্তি ও তর্ক হয় বাটলারের সঙ্গে সাব্বির, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফির। ম্যাচ শেষেও হাত মেলানোর সময় জনি বেয়ারস্টোকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছেন বলে টুইটারে দাবি করেন বেন স্টোকস। ওই সময় তামিমের সঙ্গে আরেকবার বচসা হয়েছে ইংলিশ ক্রিকেটারদের। শেষ পর্যন্ত বিষয়টি জরিমানায় গিয়ে গড়িয়েছে। ইংলিশ কোচ বেলিস দাবি করেন ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে মাঠের যে মনোভাব সেটা অপরিবর্তিত থাকবে আজ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও। তবে রবিবার ম্যাচে যেসব ঘটনা ঘটেছে সেটা পর্যালোচনা করে আইসিসি যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রশংসনীয় বলেও মনে করেন তিনি। এ বিষয়ে বেলিস বলেন, ‘ভুলে গেলে চলবে না সবসময়ই দুই দল এ ধরনের বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিশ্বের কিছু দলতো এতটাই আদিম আচরণ করে যেটা আসলে তাদের করাটাই অনুচিত। আমরা কোনকিছু থেকে পিছিয়ে আসতে চাই না। অবশ্যই আমাদের দলেও কিছু আছে যারা কোনভাবেই ছাড় দেবে না।’ ঘটনায় বাটলারের পক্ষ নিয়েই কথা বললেন বেলিস। তিনি মনে করেন একজন অধিনায়কের অবশ্যই দায়িত্ব আছে তার খেলোয়াড়দের সার্বিক দিক থেকে আগলে রাখার। এ বিষয়ে বেলিস বলেন, ‘আমি মনে করি অধিনায়কের টুপি মাথায় দিয়ে তিনি এটাকে কোনভাবেই এড়িয়ে যেতে পারতেন না। তার বাহুতে থাবড়া দেয়া হয়েছে এবং আমার মনে হয় অধিনায়ক হিসেবে যে কাজটা এক্ষেত্রে সেরা হবে ভবিষ্যতে সে সেটাই করবে।’ আউট হয়ে যাওয়ার পর নম্রতা ও ভদ্রতার মুখোশ খুলে বেরিয়ে আসে বাটলারের রাগত চেহারা। ইংল্যান্ড দলের অন্যতম শান্তশিষ্ট এক ক্রিকেটার তিনি। এ কারণেই বেলিস বললেন, ‘আমি যখন থেকে দায়িত্বে এসেছি বাটলারকে এই প্রথম কেউ তার আচরণের জন্য সতর্ক করল। কারণ অতীতের চেয়ে এখন তার দায়িত্বের মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে। আমার মনে হয় এখন প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে তার আরও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ তার আচরণটাই দলের অন্যদের কাছে তাকে সম্মানিত করবে।’
×