ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনায় ন্যান্সির ‘পুজো এলো’

প্রকাশিত: ০৪:৩৫, ১১ অক্টোবর ২০১৬

আলোচনায় ন্যান্সির ‘পুজো এলো’

স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজা উপলক্ষে ‘পুজো এলো’ শিরোনামে ন্যান্সির একটি মিউজিক ভিডিও সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে। ‘পুজো এলো’ মিউজিক ভিডিও প্রকাশের দুই দিনে ৬৫ হাজারের বেশি দর্শক দেখেছেন বলে জানা গেছে। স্নেহাশীষ ঘোষের কথায় ‘পুজো এলো’ গানটির সুর করেছেন মিলন। সঙ্গীতায়োজন করেছেন রেজোয়ান শেখ ও এমএম রনি। আর গানটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন সৈকত রেজা। ভিডিও কোরিওগ্রাফার ছিলেন আরিফ ও রোহান। ধ্রুব মিউজিক স্টেশনে রেকর্ড হওয়া এ গানের মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ও চলচ্চিত্র অভিনেতা শিপন। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, আগুন, সন্দীপন, মেহরাব, ধ্রুব গুহ ও ইমরানের মতো তারকারা। ন্যান্সির কণ্ঠে এই গানটির কথাগুলো হলো ‘বছর ঘুরে পুজো এলো, বন্ধুরা সব কোথায় গেল, সবাই মিলে চলো আজ ঘুরে আসি ম-পে, মিলিয়ে ঢাকের তাল, ভুলে যাই কে কোন জাত, মিলিয়ে কাঁধে কাঁধ, ধর্ম যার যার উৎসব সবার, পূজার আনন্দে সবাই হই একাকার, মিলিয়ে কাঁধে কাঁধ ভুলে যাই কে কোন জাত’। সংশ্লিষ্টরা বলছেন গানটি একটি অসম্ভব সুন্দর গান। মন্দিরের সামনে শিপন, পিয়া এবং সহশিল্পীদের নৃত্য বেশ ভাল হয়েছে। অনেক তারকার উপস্থিতি এই ভিডিওকে সমৃদ্ধ করেছে। তবে গানটি ভারতের একটি চলচ্চিত্রে ব্যবহৃত গানের সুর নকল বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ‘পাগলু’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘যখনি পরেছে নজর...আমি তো হয়ে গেছি তোর’ এই গানের সুরের কিছুটা নকল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
×