ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেন-ইতালির জয়

প্রকাশিত: ০৪:২৮, ১১ অক্টোবর ২০১৬

স্পেন-ইতালির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইতালি। এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আজ্জুরিরা। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এই গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। রবিবার ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন খুব সহজেই তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছে। লা রোজারা এদিন ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। কিন্তু সমর্থকদের হতাশ করেছে গ্যারেথ বেলের ওয়েলস। জর্জিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ক্রিস কোলম্যানের দল। দিনের অন্য ম্যাচে ইসরাইল ২-১ গোলে লিচেনস্টেইনকে, ক্রোয়েশিয়া ১-০ ব্যবধানে ফিনল্যান্ডকে, ইউক্রেন ৩-০ ব্যবধানে কসোভোকে, রিপাবলিক অব আয়ারল্যান্ড ৩-১ গোলে মলদোভাকে, সার্বিয়া ৩-২ গোলে অস্ট্রিয়াকে এবং আইসল্যান্ড ২-০ গোলে তুর্কীকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। মেসিডোনিয়ার মাঠে আন্দ্রে বেলোত্তির গোলে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইতালি। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আজ্জুরিরা। কিন্তু বিরতির পর হঠাৎ করেই যেন ঝড় তুলে স্বাগতিকরা। ইতালির মতো দলটির বিপক্ষে মাত্র দুই মিনিটে দুই গোল করে ফেলে মেসিডোনিয়া! ম্যাচের ৫৭ মিনিটে নেত্রোভস্কি এবং ৫৯ মিনিটে গোল করেন মিডফিল্ডার হাসানি। এর ফলে বিশ্বফুটবলের অন্যতম শক্তিশালী রক্ষণভাগের দল ইতালির বিপক্ষে ২-১ গোলে এগিয়ে যায় মেসিডোনিয়া। তবে হাল ছাড়েনি ইতালিও। ম্যাচের ৭৫ মিনিটেই আজ্জুরিদের সমতায় ফেরান সিরো ইম্মোবিলে। আর ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+১ মিনিটে রোমাঞ্চকর জয়সূচক গোলটিও করেন এই ইতালিয়ান স্ট্রাইকার। এর ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইতালি। দিনের অন্য ম্যাচে আলবেনিয়ার মাঠে ফেবারিট হিসেবেই খেলতে নামে স্পেন। কিন্তু প্রথমার্ধে স্প্যানিশদের রুখে দেয় আলবেনিয়া। এর ফলে গোলশূন্য ড্রয়ে বিরতিতে যায় সফরকারী স্পেন। তবে দ্বিতীয়ার্ধেই যেন স্বরূপে ফিরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৫ মিনিটে দিয়েগো কোস্তার গোলে প্রথম এগিয়ে যায় স্পেন। আর তার ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন বদলি হিসেবে খেলতে নামা নোলিতো। এর ফলে স্পেনের জাতীয় দলে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রভাব পরিলক্ষিত হলো। আলবেনিয়ার বিপক্ষে করা দুই গোলের নায়কই যেন প্রিমিয়ার লীগের। চেলসিতে কোস্তা আর নোলিতো খেলেন ম্যানচেস্টার সিটির জার্সিতে। এছাড়াও এদিন ডেভিড ডি গিয়া, নাচো মোনরিয়াল এবং ডেভিড সিলভাও ছিলেন দলে। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত করেছিল ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচেই তারা ৪-০ গোলে হারিয়েছিল মলদোভাকে। কিন্তু গত সপ্তাহে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে ক্রিস কোলম্যানের দল। রবিবার জর্জিয়ার সঙ্গেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গ্যারেথ বেলের ওয়েলস। অথচ ম্যাচ শুরুর ১০ মিনিটেই অসাধারণ এক হেডের সৌজন্যে গোল করে ওয়েলসকে এগিয়ে দেন গ্যারেথ বেল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রিস কোলম্যানের শিষ্যরা। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে জর্জিয়া। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে তোর্নিকি ওক্রিয়াশভিলি গোল করলে ম্যাচে ফিরে জর্জিয়া। শুধু তাই নয়, ওয়েলসের বিপক্ষে সমতায় ফিরে যেন আত্মবিশ্বাসও ফিরে পায় ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৩৭ নাম্বারে থাকা জর্জিয়ার খেলোয়াড়রা। যে কারণে পরের সময়টা বেশ ভাল ফুটবল খেলেই প্রতিপক্ষকে রুখে দেয়। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে ওয়েলস। ১ পয়েন্ট নিয়ে জর্জিয়ার অবস্থান পাঁচে। আগামী ১২ নবেম্বর নিজেদের মাঠে সার্বিয়াকে আতিথ্য দেবে গ্যারেথ বেলের ওয়েলস। একই দিনে জর্জিয়া আতিথ্য দেবে মলদোভাকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্পেন, ইতালি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে ইসরাইল, ক্রোয়েশিয়া, ইউক্রেন, সার্বিয়া এবং আইসল্যান্ডের মতো দলগুলো। শক্তিশালী সার্বিয়া ৩-২ গোলে অস্ট্রিয়াকে, ইউক্রেন ৩-০ ব্যবধানে কসোভোকে, ক্রোয়েশিয়া ১-০ গোলে ফিনল্যান্ডকে এবং ইসরাইল ২-১ গোলে লিচেনস্টেইনকে হারিয়ে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে।
×