ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাফুফেকে লজ্জার মালা উপহার দিল ভুটান

প্রকাশিত: ০৪:২৭, ১১ অক্টোবর ২০১৬

বাফুফেকে লজ্জার মালা উপহার দিল ভুটান

স্পোর্টস রিপোর্টার ॥ অতঃপর এই ছিল কপালে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচিত হলো সোমবার। ‘এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ-২’ এ এ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে নিজেদের ফুটবলের সলিল সমাধি ঘটল সেইন্টফিটের শিষ্যদের। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে গত ৬ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। সোমবারের ম্যাচে ভুটানের সঙ্গে যে কোন গোলের স্কোরলাইনে ড্র করলেই বাছাইপর্বে উন্নীত হতো ১৮৫ ফিফা র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ। কিন্তু তাদের সেই সুনীল স্বপ্ন চুরমার করে বাছাইপর্বের টিকেট নিশ্চিত করে ১৮৯ র‌্যাঙ্কিংধারী ভুটান। এই হারের পর পুরো দেশে সমালোচনার ঝড় ওঠে। অন্যেকে সমালোচনা করে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন ‘বাংলাদেশ ফুটবল খেলেনি, খেলেছে ফুটো বল।’ ‘ভুটানের কাছে হেরে শেষ সব ফুটানি!’ ‘ভুটান নয়, লজ্জা দিল বাফুফে।’ আসলেই তাই। বাংলাদেশের ফুটবলের এই অধঃপতনের দায়ভার কোনভাবেই এড়াতে পারে না বাফুফে। তাদের সাংগঠনিক ব্যর্থতা, দুর্নীতি এবং অদূরদর্শিতায় দেশের ফুটবলের এই করুন অবস্থা। ঢাকার মাঠেই কোন দর্শক নেই। এখন প্রমাণিত হচ্ছে ঢাকার বাইরেও ফুটবলে দর্শক হয় না। প্রমাণ সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলায় দর্শক খরা। ভুটানীদের দেয়া এই লজ্জা বাংলাদেশের নয়, লজ্জার মালাটা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন। যে দুর্বল ভুটানকে বাংলাদেশ দল এক কালে বলে-কয়ে হারাত, সেই ভুটানের কাছেই এবার তারা হারল জঘন্যভাবে। ভুটান-চ্যালেঞ্জে হেরে আরও অধঃগতিতে চলে গেল বাংলাদেশের ফুটবল। এই হারের ফলে আগামী ২০১৯ সাল পর্যন্ত ফিফা ও এএফসির কোন ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। কোচ সেইন্টফিন্ট ব্যর্থ হলেন। তার অধীনে অনুশীলনে ফুটবলারদের পারফর্মেন্স ছিল হতাশাজনক। দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়-মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে দলেই নেননি তিনি। দলগঠনের সময় মুড়ি-মুড়কির মতো ইচ্ছেমতো খেলোয়াড় ডেকেছেন। এগুলোর চরম মূল্যই দিতে হলো বাংলাদেশ দলকে। মোট কথা কোচের দলগঠন ছিল প্রশ্নবিদ্ধ। তিনি যদি ভবিষ্যতের কথা ভেবে এই দল তৈরি করে থাকেন, তাহলে বলার কিছু নেই। কিন্তু ভুটান ম্যাচের জন্য এই দল ছিল ‘সুপার ফ্লপ।’ বাফুফের সঙ্গে সেইন্টফিটের চুক্তি ছিল থিম্পুতে অনুষ্ঠিত ভুটান ম্যাচ পর্যন্ত। ভুটানের সঙ্গে লজ্জাজনক হারের পর বাফুফে তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা সন্দেহ। সোমবার ম্যাচের ৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জিগমে দর্জি হেড করে এগিয়ে দেন ভুটানকে (১-০)। ২৬ মিনিটে পর চেনচো গাইলটশেন ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস থেকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড (২-০)। ৬৩ মিনিটে ডান দিক থেকে মামুনুলের ফ্রি কিকে আতিকুর রহমান মিশুর হেডে ব্যবধান কমায় বাংলাদেশ (১-২)। ৭৬ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে চেনচোর করা দ্বিতীয় গোল বাংলাদেশের সব আশা গুঁড়িয়ে দেয়। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে তীব্র শটে গোলরক্ষক রানাকে পরাস্ত করেন তিনি (৩-১)। ৭৯ মিনিটে ভুটান পেনাল্টি পায়। তবে চেনেচোর নেয়া শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ফেরান রানা। কিন্তু তাতেও কোন লাভ হয়নি বাংলাদেশের।
×