ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রেন লাইনচ্যুত ॥ চালক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:৩১, ১০ অক্টোবর ২০১৬

ট্রেন লাইনচ্যুত ॥  চালক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফৌজদারহাট রেলস্টেশনের আপলাইনের কাছেই পিডিবির ফার্নেস অয়েলবাহী ভাউজার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে গত শনিবার। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনচালক খোরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এই ঘটনার পুরো তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবস পর কমিটির রিপোর্ট দেয়ার কথা রয়েছে। ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের (ডিএমই) দফতর সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে চিটাগাং পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে পিডিবির ফার্নেস অয়েলবাহী ভাউজার ছেড়ে আসে। ফৌজদারহাট স্টেশন মাস্টারের সিগন্যাল অমান্য করে প্রথমে আপলাইনে উঠার চেষ্টা করে চালক খোরশেদ। ফলে আপলাইনে উঠার আগেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে, এই ঘটনার তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখারকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) সাইফুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার (ডিএসটিই) মোহাম্মদ সেলিম এবং বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-১) রফিকুল ইসলাম।
×