ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোবেল লরিয়েটদের বেশিরভাগই বুড়ো

প্রকাশিত: ০৪:৫২, ১০ অক্টোবর ২০১৬

নোবেল লরিয়েটদের  বেশিরভাগই বুড়ো

নোবেল পুরস্কার বিজয়ীদের বয়স নিয়ে পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় কৌতূহলোদ্দীপক তথ্য পাওয়া গেছে। চলতি বছর এ পর্যন্ত যারা নোবেল পেয়েছেন তাদের গড় বয়স ৭২। এছাড়া এবছর এ পর্যন্ত যারা নোবেল পেয়েছেন তাদের সবাই পুরুষ। গত শতাব্দীর প্রথমার্ধে যারা নোবেল পান তাদের বয়সের গড় বয়স ছিল ৪৭। নোবেল মিউজিয়ামের কিউরেটর গুস্তভ কালস্ট্র্যান্ড বলছেন, ১শ’ বছর আগে বিশ্বে পদার্থবিদের সংখ্যা ছিল এক হাজারের মতো, বর্তমানে তাদের সংখ্যা প্রায় ১০ লাখ। এ কারণে প্রতিযোগিতা যেমন তীব্রতর হয়েছে তেমনি উৎকৃষ্টতা অর্জন করতে গিয়ে জীবনের দীর্ঘ সময় পেরিয়ে। নোবেলের অন্য বিষয়গুলোর ক্ষেত্রে একই ধরনের কথা খাটে। গবেষণা ও কাজের ক্ষেত্রও অনেক বিস্তৃত হয়েছে। তাই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ব্যক্তিকে উঠে আসতে অনেকটা সময় পার হয়ে যায়। -বিবিসি
×