ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেক্সিমকো ফার্মার ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২১, ১০ অক্টোবর ২০১৬

বেক্সিমকো ফার্মার  ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য মুনাফার ২৬ দশমিক ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ১৮ মাসের (জানুয়ারি ২০১৫-জুন ২০১৬) ব্যবসায়িক ফলাফলের উপরে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৭.৬৩ টাকা। এর বিপরীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারে ২ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ হিসাবে মুনাফার ২৬.২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আর বাকি ৭৩.৭৯ শতাংশ বা প্রতি শেয়ারে ৫.৬৩ টাকা কোম্পানির রিজার্ভে যোগ হবে। এদিকে বেক্সিমকো ফার্মার ৩৮৬ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে ৩ গুণের বেশি রিজার্ভ রয়েছে।
×