ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর বাড়াতে বগুড়ায় রাজস্ব সংলাপ

প্রকাশিত: ০৫:৫৮, ৯ অক্টোবর ২০১৬

কর বাড়াতে বগুড়ায় রাজস্ব সংলাপ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ উন্নয়নের অক্সিজেন রাজস্ব এবং জনকল্যাণে রাজস্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার দিনভর বগুড়ার হোটেল নাজ গার্ডেনে সর্বস্তরের অংশীজনদের সঙ্গে ‘রাজস্ব সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। অনুষ্ঠানে করদাতাদের সার্বিক সহযোগিতা দিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়। অনলাইনে রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশনসহ উৎসে কর আহরণের বিষয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ফর্মুলা উপস্থাপন করা হয়। কর আদায়ে গতি বাড়াতে আয়কর ও মূল্য সংযোজন কর বিভাগের কাজের সমন্বয়ের কথা বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়ায় ট্যাক্স এডুকেশন ফোরাম (টিইএফ), ভ্যাট এডুকেশন ফোরামের (ভিইএফ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগ জানায়, বগুড়া অঞ্চলের রাজস্ব বিভাগের অধীনে বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট জেলা ছাড়াও গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুর বগুড়ার শেরপুর উপজেলা ও সান্তাহারে রাজস্ব বিভাগের কার্যক্রমের সার্কেল অফিস স্থাপিত হয়েছে। পর্যায়ক্রমে রাজস্ব সেবা দিতে উপজেলা পর্যায় পর্যন্ত রাজস্ব অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে। বগুড়া অঞ্চলের কর আদায়ের অগ্রগতি তুলে ধরে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে কর আদায়ের টার্গেট ছিল ১শ’৭০ কোটি টাকা। এই টার্গেট পূরণ করে বাড়তি ২৪ হাজার টাকা আদায়ে মোট পরিমাণ দাঁড়ায় ১শ’ ৯৪ কোটি টাকা। একই সময়ে নতুন করদাতা হয়েছেন প্রায় ৫৫ হাজার জন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী অঞ্চলের কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার একেএম বদিউল আলম। জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে জামদানি অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বিসিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দেবে। বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) ৫৬তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। গত ৪ অক্টোবর জেনেভায় অবস্থিত ডব্লিউআইপিওর সদর দফতরে এ সম্মেলন হয়। ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ওয়ালটন রেফ্রিজারেটরে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘোষণা করা হলো। আগে ওয়ালটন ফ্রিজে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল ৬ মাসের। চলতি অক্টোবরের প্রথম দিন থেকে সারাদেশে কার্যকর হয়েছে এই অফার। শনিবার এ উপলক্ষে এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। রাজধানীর মতিঝিলে ওয়ালটন মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বর্ধিত এই রিপ্লেসমেন্ট সুবিধার ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার, পলিসি-এইচআরএম এ্যান্ড এডমিন বিভাগের প্রধান এসএম জাহিদ হাসান, পিআর এ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান মোঃ হুমায়ুন কবীর, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান মোঃ নিয়ামুল হক প্রমুখ।
×