ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আব্দুর রহিম স্মরণসভা

দিনাজপুর মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব

প্রকাশিত: ০৫:৩০, ৮ অক্টোবর ২০১৬

দিনাজপুর মেডিক্যাল  কলেজের নাম  পরিবর্তনের  প্রস্তাব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম আংশিক পরিবর্তন করে ‘এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ রাখার প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট এম আব্দুর রহিমের শোক ও নাগরিক স্মরণসভায় এই প্রস্তাব করা হয়। সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উল্লেখিত দাবি বাস্তবায়নের জন্য আবেদন জানানো হয়। এম. আব্দুর রহিম নাগরিক শোকসভা কমিটির আয়োজনে শোকসভা ও নাগরিক স্মরণসভায় বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম তানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও এ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ্যাডভোকেট এম আব্দুর রহিম একজন অকুতোভয় সৈনিক ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় ১৩ এপ্রিল যখন দিনাজপুর পাক সেনাদের দখলে চলে গিয়েছিল, এম আব্দুর রহিমের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযোদ্ধারা দিনাজপুরকে মুক্ত করেছিল। বক্তারা আরও বলেন, এম আব্দুর রহিম বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। ৭৫’ পরবর্তী সময়ে অনেকেই তাদের চরিত্র পাল্টালেও এম আব্দুর রহিম ছিলেন ব্যতিক্রম। অর্থের কাছে আদর্শকে তিনি কখনই বিসর্জন দেননি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই একদিন এদেশকে সোনার বাংলায় পরিণত করব।
×