ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস

প্রকাশিত: ০৯:০১, ৬ অক্টোবর ২০১৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের কূটনীতিকরা এ তথ্য জানান। বুধবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ঘোষণা দেন, বিশ্ব সংস্থার প্রধান হিসেবে ৬৬ বছর বয়সী গুতেরেসই সবার পছন্দের শীর্ষে রয়েছেন। জাতিসংঘ মহাসচিব নির্বাচিত করতে আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক ভোট হবে। এর আগে গুতেরেস জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক সংস্থায় (ইউএনএইচসিআর) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। তিনি এ সংস্থার নেতৃত্বে ছিলেন প্রায় ১০ বছর। আগামী বছরের শুরুর দিকে তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। খবর বিবিসির। পেশাদার ইঞ্জিনিয়ার গুতেরেস ১৯৭৬ সালে পর্তুগালের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবারের মতো দেশটির রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯২ সালে তিনি পর্তুগালের সোস্যালিস্ট পার্টির নেতা এবং ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গুতেরেস ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউএনএইচসিআরের প্রধান হিসেবে বিশ্বের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সঙ্কট মোকাবেলা করেন। এ সময় তিনি সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে আসা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট আনিবাল কাভাকো সিলভা যথার্থই বলেছেন, গুতেরেস বিশ্ব শরণার্থী সংস্থায় দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার কারণে আজ তিনি বিশ্ববাসীর কাছে সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং বিশ্বের জনগণ শ্রদ্ধার সঙ্গে তার কথা শোনেন।
×