ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ইজিবাইক ও মোটর শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৬, ৬ অক্টোবর ২০১৬

সৈয়দপুরে ইজিবাইক ও  মোটর শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, মহাসড়ক  অবরোধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর- নীলফামারী সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে বুধবার দুপুর দুইটা হতে চার ঘণ্টা রংপুর- দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড় ও নীলফামারী মহাসড়ক অবরোধ করে রাখা হয়। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর শহর, ওয়াপদা মোড়, কেন্দ্রীয় টার্মিনাল ও ডোমারে বাস-মিনিবাস, পিকআপ যত্রতত্র দাঁড় করিয়ে এ অবরোধ সৃষ্টি করে। এতে করে সৈয়দপুরে ওয়াপদা মোড় ও টার্মিনাল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। ওই সময় উভয় পক্ষের সংঘর্ষে শতাধিক ইজিবাইক ও ২০/২৫টি পিকআপ ভাঙ্গচুরের ঘটনা ঘটে এবং ১০ ব্যক্তি আহত হয়। অবরোধ চলাকালীন মহাসড়কের দুই ধারে আটকেপড়া এ সব যানবাহনে থাকা যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন। প্রশাসনের উদ্যোগে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ নিয়ে সৈয়দপুর থানায় দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় অবরোধ প্রত্যাহার করে নেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ।
×