ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন

প্রকাশিত: ০৫:০৮, ৬ অক্টোবর ২০১৬

দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-ইংল্যান্ড ৩ ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। সিরিজের নাম করা হয়েছে ‘রকেট বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ’। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তা ঘোষণা করা হয়। তবে সিরিজের (ওয়ানডে ও টেস্ট) ট্রফি উন্মোচন করা হয়েছে দুই অধিনায়ককে ছাড়াই। দুই দলের অধিনায়ক না থাকায় স্পন্সর প্রতিষ্ঠানই ট্রফি উন্মোচন করেছে। একইদিনে আরেক সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজের টিকেট মূল্য ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকার টিকেট রাখা হলেও ১৫ শতাংশ ভ্যাটসহ সাধারণ দর্শককে সেটা ১৪০ টাকায় কিনতে হবে। এবারও টিকেট বিক্রয়ের স্বত্ব পেয়েছে সহজ ডট কম। কিন্তু মঙ্গলবার রাতেই টিকেট ছাড়ার পর প্রথম ওয়ানডের সব টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানান হয়েছে। যে কোন দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি সাধারণত উন্মোচন করা হয় দুই দলের অধিনায়ককে দিয়ে। এবারই ব্যতিক্রম দেখা গেল। কিন্তু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ ও দুই বছরের জন্য বাংলাদেশ দলের স্পন্সরশিপ স্বত্ব পাওয়া ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে ছিলেন না দুই দলের কোন ক্রিকেটার। এবার প্রতিটি টিকেটের নির্ধারিত মূল্যের সঙ্গে আলাদা ১৫ শতাংশ ভ্যাট ও সার্ভিস চার্জ হিসেবে বাড়তি ২৫ টাকা যোগ হচ্ছে। তাই টিকেট মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট এবং ২৫ টাকা যোগ করে ক্রেতাদের টিকেট কিনতে হবে। অর্থাৎ ১০০ টাকার টিকেট ১৪০ টাকা এবং ২০০ টাকার টিকেট ১৫ শতাংশ ভ্যাটে ৩০ টাকা ও সার্ভিস চার্জ ২৫ টাকাসহ ২৫৫ টাকা পড়বে। একটি মোবাইল নম্বর দিয়ে সর্বোচ্চ ৩টি টিকেট কেনা যাবে জাতীয় পরিচয়পত্র কিংবা ফটো সংবলিত যে কোন আইডিকার্ডের স্ক্যানকপি সহজ ডট কমে দেয়ার মাধ্যমে। সহজ ডট কম থেকে এসএমএস দিয়ে নিশ্চিত করলে ওই এস এম এস দেখিয়ে টিকেট সংগ্রহ করতে হবে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লোটোর ঢাকায় অবস্থিত ৭টি আউটলেট থেকে। মূল্য পরিশোধের জন্য বিকাশ, রকেট (ডাচ বাংলা) মোবাইল ব্যাংকিং এবং ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করা যাবে। তবে অনলাইন ছাড়াও ম্যাচের দিন টিকেট পাওয়া যাবে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে। ভ্যাট ও সার্ভিস চার্জ ব্যতীত টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে- গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০, ভিআইপি ৫০০, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড ৩০০ টাকা, উত্তর গ্যালারি ১৫০ এবং পূর্ব গ্যালারি ১০০ টাকা।
×