ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাউন্ডের দাম ৩১ বছরের মধ্যে সর্বনিম্নে

প্রকাশিত: ০৪:১৭, ৬ অক্টোবর ২০১৬

পাউন্ডের দাম ৩১ বছরের মধ্যে সর্বনিম্নে

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া বা ব্রেক্সিট ইস্যুতে ডলারের সঙ্গে রীতিমতো লড়াই করে যাচ্ছে পাউন্ড। মঙ্গলবার বাজারে আবারও ধাক্কা খেয়েছে এ মুদ্রা। ডলারের বিপরীতে ৩১ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। খবর বিবিসি, গার্ডিয়ান ও টেলিগ্রাফ। খবরে বলা হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে গত রবিবার জানান, ব্রেক্সিটের প্রক্রিয়া আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ মন্তব্য করার পর বাজারে পাউন্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এক ধাক্কায় পাউন্ডের মান কমে যায় ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। গত কার্যদিবসের তুলনায় এদিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০.৫ শতাংশ কমে ১.২৭ ডলারে অবস্থান করে; যা ১৯৮৫ সালের পর সবচেয়ে কম। এর আগে গত ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর পাউন্ডের দাম ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। ওই সময় পাউন্ডের দাম কমে হয় ১.২০ ডলার। -অর্থনৈতিক রিপোর্টার কেনাবেচার মার্কেটপ্লেস এখন ফেসবুকে ফেসবুক হলো মানুষে মানুষে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি একটা মাধ্যম। এই সংযোগ স্থাপনের মাধ্যমে শুধু গল্প-আড্ডা আর তথ্য আদান-প্রদানই হয় না, হয় কেনাবেচাও। ফেসবুকের নিজস্ব জরিপেই দেখা গেছে, বর্তমানে প্রতিমাসে প্রায় ৫ কোটি ব্যবহারকারী পণ্য বা সেবা কেনাবেচা করে এমন ফেসবুক গ্রুপগুলোতে ঢুঁ মারেন। এবার তাই ফেসবুক তার এ্যাপে নতুন একটা ট্যাবই জুড়ে দিল সেই বেচাকেনা সহজ করার জন্য, যার নাম ‘মার্কেটপ্লেস’। সোমবার ট্যাবটি শুধু ফেসবুক মোবাইল এ্যাপের জন্য যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। তবে জনপ্রিয়তা পেলে পরে বিশ্বব্যাপী ওয়েব ব্রাউজারেও এটি চালু করা হবে। ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহারকারীদের সুযোগ করে দেবে এলাকা ও পণ্যভিত্তিক সার্চের মাধ্যমে কাছাকাছি থাকা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করার। আবার বিক্রেতাকেও ক্যাটেগরি ও পছন্দ অনুযায়ী নিজের মতো করে পণ্য সাজানোর ব্যবস্থা করে দেবে। -অর্থনৈতিক রিপোর্টার অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগে অনুমতি নিতে হবে অর্থনৈতিক রিপোর্টার ॥ অন্যান্য প্রযোজ্য খাতসহ রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা-রফতানি ভর্তুকি প্রদানের কেসসমূহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ও ব্যাংক নিয়োজিত অডিট ফার্মের অতিরিক্ত ফার্ম নিয়োগ করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পূর্ববর্তী বছরসমূহের ন্যায় চলতি ২০১৬-১৭ অর্থবছরেও নগদ সহায়তা/রফতানি ভর্তুকির কেসসমূহ বাংলাদেশ ব্যাংককর্তৃক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংককর্তৃক নিয়োজিত অডিট ফার্ম দ্বারা অডিট করানো যাবে। তবে অডিট কার্য দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখপূর্বক বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।
×