ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ধলেশ্বরীর বাঁকে শরত উৎসব

প্রকাশিত: ০৩:৪৪, ৬ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জের ধলেশ্বরীর বাঁকে শরত উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরীর বাঁকে বিদায়ী শরতে বসেছিল বিশেষ আসর। শহরের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের নদীঘেঁষা মঞ্চ থেকে ভেসে আসে ‘কোন খেলা যে খেলবো কখন’ রবি ঠাকুরের এই বাণী সুরে ছড়িয়ে যাওয়ার মুহূর্তেই শরতের আকাশ ভেঙ্গে বৃষ্টির ছটা। এর আগে ‘আমরা নতুন যৌবনেরই দূত’। ধলেশ্বরীর মৃদু প্রবাহ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, আবার সেই মেঘ থেকে বৃষ্টি, কখনও সোনা রোদ! সব উপেক্ষা করেই সহস্রাধিক শিক্ষার্থী উপভোগ করে আসরটি। কলেজটির একাদশ শ্রেণীর ২২০ শিক্ষার্থীর নবীনবরণ আয়োজনকে ঘিরে বসেছিল এই শরত উৎসব। এই উৎসবে এমন নানা কালজয়ী গান, নৃত্য আর কবিতা মুগ্ধ করে সকলকে। প্রকৃতির নয়নাভিরাম মেলায় এ যেন বিশেষ উপভোগ্য ছিল। আর উপভোগ্য পরিবেশেই শিক্ষার্থীদের দেশজ সংস্কৃতি, দেশ প্রেম লালন, প্রকৃতির প্রতি ভালবাসা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী তাওহীদুজ্জামানের সভাপতিত্বে এতে আলোচনা করেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজুল হক, সিভিল সার্জন ডাঃ শাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শিক্ষার্থী সানজিদা চৌধুরী প্রিয়া ও আশরাফুল ইসলাম।
×