ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল দেশ গড়ার পথে স্মার্ট কার্ড বড় সাফল্য ॥ জয়

প্রকাশিত: ০৮:৫৭, ৫ অক্টোবর ২০১৬

ডিজিটাল দেশ গড়ার পথে স্মার্ট কার্ড বড় সাফল্য ॥ জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্মার্ট কার্ড চালু বাংলাদেশ সরকারের একটি বড় ধরনের সাফল্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি একটি সাফল্য। মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে জয় এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার নতুন জাতীয় আইডি কার্ড ইস্যু করা আরম্ভ করেছে। এটি হলো স্মার্ট কার্ড, এর ভেতরে বসানো রয়েছে একটি চিপ, যা জাল করা প্রায় অসম্ভব। এই কার্ডের যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে আমাদের ডাটাবেজে সংরক্ষিত থাকবে। যখনই আপনি এই কার্ড সংগ্রহ করতে আসবেন আমরা আপনার চোখের রেটিনা স্ক্যান করে এর তথ্য নিয়ে নেব। এই তথ্য আঙ্গুলের ছাপ থেকে অনেক বেশি নির্ভুল। আমার জানা মতে, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে নাগরিকদের পরিচয় শনাক্ত করতে রেটিনা স্ক্যান করার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
×