ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দুই জেলে ও এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৯, ৫ অক্টোবর ২০১৬

বজ্রপাতে দুই জেলে ও এক কৃষকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। এর মধ্যে ভোলার মনপুরায় মেঘনা নদীতে দুই জেলে ও বাগেরহাটের কচুয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদাতা ও স্টাফ রিপোর্টারের- ভোলার দ্বীপ উপজেলা মনপুরার মেঘনা নদীতে মাছ ধরা ট্রলারের উপর বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জেলে। তাদের গুরুতর অবস্থায় লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাতলী চর সংলগ্ন মেঘনা নদীতে ঘটনাটি ঘটেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, সোমবার রাতে আঃ জলিল মেস্তরী, মোঃ শাকিল, শরিফ ও ছলেমান কলাতলী সংলগ্ন মেঘনায় মাছ ধরতে যায়। রাত ১১টার দিকে গুড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি আকাশে বিজলি চমকাচ্ছিল। এ সময় তাদের ট্রলারের উপর বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে ট্রলারে থাকা আঃ জলিল মেস্তরী (৬৫) ও শাকিল (১৫) মারা যায়। এ ছাড়াও বজ্রপাতের আঘাতে শরিফ ও ছলেমান গুরুতর আহত হয়। নিহতদের বাড়ি মনপুরার বিচ্ছিন্ন কলাতলীর চরে তিন জোড়া খালের কাছে। বাগেরহাট ॥ মঙ্গলবার দুপুরে বজ্রপাতে আব্দুল গনি খান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের পানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এ গ্রামের ইসমাইল খানের ছেলে। ৫ সন্তানের পিতা কৃষক আব্দুল গনি বাড়ির উঠানে থাকা অবস্থায় পাশের নারকেল গাছে বিকটশব্দে বজ্রপাত হলে তিনি মারা যান বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ এ কথা জানিয়েছেন।
×