ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে

প্রকাশিত: ০৫:৪৩, ৫ অক্টোবর ২০১৬

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে

বিশেষ প্রতিনিধি ॥ ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে চরম উত্তেজনার মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আক্রান্ত হলে ভারতের পাশে থাকবে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে এক সংলাপে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গত ২২ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গী হামলার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গী আস্তানায় অভিযান চালানোর দাবি করে। তবে পাকিস্তান সীমান্ত অতিক্রমের দাবি নাকচ করে দুই পক্ষে গোলাগুলি হয়েছে বলে দাবি করে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সক্ষমতা বাড়াতে পুলিশের এয়ার উইং হচ্ছে। এরপর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যরা রণসাজে রয়েছে। কয়েক বার গোলাগুলির ঘটনাও ঘটেছে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ্যে বাংলাদেশের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেন, নয়া দিল্লীতে সাম্প্রতিক সফরে ভারতীয় সাংবাদিকরাও তাকে একই প্রশ্ন করেছিলেন। সেখানে আমি তাদের (ভারতীয় সাংবাদিক) বলেছি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সব খানে ভারত আমাদের সহযোগিতা করে। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব। চলমান অবস্থায় বাংলাদেশের কোন প্রস্তুতি রয়েছে কিনা- প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই। ১২শ’ কিলোমিটার দূরে তাদের অবস্থান। তাদের হুঙ্কার, হাঁক-ডাকে আমাদের কিছু আসে যায় না। তাদের হাঁক-ডাক আমাদের কাছে এসে পৌঁছায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের কথা চিন্তাও করতে চাই না, স্মরণও করতে চাই না। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের বিষয়ে তিনি বলেন, তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমরা সার্ক সম্মেলনের যাইনি। সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে বিচারের কাঠগড়ায় নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ছুরিকাঘাতের মামলায় আসামি করা হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল ইসলামকে। তাকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংলাপে সাংবাদিকরা আসামির ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকে ছাড় দেন না। সরকারী দল হোক আর যে দলের হোক, যেই মতের লোক হোক, আমাদের যে পর্যায়ের লোক হোক। কাউকে তিনি (প্রধানমন্ত্রী) ছাড় দেন না, আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন। আমি আপনাদের জোর গলায় বলতে পারি, যেই অপরাধ করেছে, সে অপরাধীকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। খাদিজাকে সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই বদরুলকে পুলিশ আটক করে। তাকে একমাত্র আসামি করে মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর চাচা আব্দুল কুদ্দুস মামলা করেন। এদিকে বদরুলের শাস্তির দাবিতে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও এমসি কলেজে মানববন্ধন করেছে খাদিজার সহপাঠীরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সক্ষমতা বাড়াতে পুলিশের এয়ার উইং হচ্ছে। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে। মন্ত্রী বলেন, পুলিশের এয়ার উইংয়ের জন্য হেলিকপ্টার কেনা হবে। নতুন উইংয়ের জন্য একটি প্রস্তাব প্রণয়নের কাজ চলছে। এরপর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা হেলিকপ্টার সংগ্রহ করব।
×