ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া থিয়েটারের আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণসভা

প্রকাশিত: ০৪:৪৩, ৪ অক্টোবর ২০১৬

বগুড়া থিয়েটারের আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণসভা

সংস্কৃতি ডেস্ক ॥ সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে সম্প্রতি বগুড়া থিয়েটার আঙিনায় এক স্মরণসভার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেলিম আল দীন পাঠশালার সহায়তায় এ স্মরণসভার প্রথমে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতিম-লীর সদস্য বজলুর রশীদ রাজা। সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সসম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য এ্যাডভোকেট পলাশ খন্দকার, কবির রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম, হায়দার হোসেন, সবুজ ইসলাম, পাপড়ি ইসলাম, অলক পাল, বিধান রায়, কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন, তপন পাটোয়ারী, শোভন চন্দ্র, সর্দার হামিদ, সবুজ চন্দ্র, রুহি তাবাসসুম, সিজুল ইসলাম, ওসমান গণি, আরাফাত হোসেন, সাইফুল ইসলাম, সঞ্চয়িতা সরকার, রাখি খাতুন, রেজোয়ান রাফি, ফিরোজুল ইসলাম, হাসানুজ্জামান, মিঠু দাস, আশিকুর রহমান, সোহেল রানা, মুহাইমিনুল ইসলাম মাসুম, আতিকুর রহমান, ইমাম হাসান নিরব, আব্দুস সবুর, সজীব হোসেন, কে এম আশিক প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, সব্যসাচী এই মানুষটির সঙ্গে ছিল বগুড়া থিয়েটারের আত্মিক সম্পর্ক। বগুড়া থিয়েটারের প্রযোজনার তালিকায় রয়েছে তাঁর রচিত ‘নূরলদীনের সারাজীবন’ নাটক। বগুড়া থিয়েটার আঙিনায় পা রেখেছিলেন কয়েকবার। তবে তিনি সব স্মৃতি করে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এ শূন্যতা পূরণের নয়। স্মরণসভার শেষে কবির কবিতা আবৃত্তি করেন দলের সদস্য কনক কুমার পাল অলক।
×