ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ জঙ্গীকে হত্যা কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা বিএসএফ জওয়ান নিহত

প্রকাশিত: ০৮:৩৭, ৩ অক্টোবর ২০১৬

২ জঙ্গীকে হত্যা কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা বিএসএফ জওয়ান নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনা ও বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গীরা। রবিবার রাতের এই আকস্মিক হামলায় এক বিএসএফ জওয়ান নিহত এবং দুজন আহত হয়। এ সময় বিএসএফের গুলিতে দুই জঙ্গী নিহত হয়। জঙ্গীরা ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস সেনা ক্যাম্পে হামলা চালালে গোলাগুলি শুরু হয়। বারামুল্লা এলাকাটি উত্তর কাশ্মীরে অবস্থিত এবং রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়, কয়েকজন জঙ্গী দুটি গ্রুপে ভাগ হয়ে বারামুল্লায় রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় সেনাবাহিনীর ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে এবং তার পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পে হামলা চালায়। ভারতীয় সূত্র দাবি করে জঙ্গীরা ক্যাম্পে ঢুকতে পারেনি। তারা প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এরপর সেনাক্যাম্পের গেট লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় জঙ্গীদের সঙ্গে সেনা ও বিএসএফ সদস্যদের গোলাগুলি শুরু হয়। সূত্র জানায়, জঙ্গীরা ঝিলাম নদী পার হয়ে ভারতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
×