ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা ॥ রাজশাহীতে পুলিশের এসআই নিহত

প্রকাশিত: ০৬:১১, ৩ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনা ॥ রাজশাহীতে পুলিশের এসআই নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাকের ধাক্কায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) উপ-পরিদর্শক এবিএম আজাহার আলী (৪২) নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজাহার আলী রাজশাহীর বাগমারা উপজেলার ধানশীপাড়া গ্রামের মৃত ওহাদ আলীর ছেলে। ফরিদপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হয়েছেন কৃষক মালেক সরদার (৪৫)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল সড়কে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীতে নারীসহ দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, পুঠিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানচালক হোসেন আলী (৫৫) ও নীলিমা কর্মকার (৫৬) নামের দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার সেনবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী পুঠিয়ার জিউপাড়া এলাকার মৃত চয়ন সাহের ছেলে ও নীলিমা একই এলাকার টগর কর্মকারের স্ত্রী। পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে সেনপাড়ায় পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দিলে চালক হোসেন ও যাত্রী নীলিমা গুরুতর আহত হন। বাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মিনি ট্রাককেও পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকটি রাস্তার পাশে নেমে যায়। তবে ট্রাকের চালকসহ সবাই অক্ষত থাকেন। স্থানীয়রা আহত হোসেন ও নীলিমাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই নীলিমাও সেখানে চিকৎসাধীন অবস্থায় মারা যান।
×