ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যানগার্ড রূপালী মিউচুয়াল ফান্ডের আবেদন শেষ

প্রকাশিত: ০৫:৪০, ৩ অক্টোবর ২০১৬

ভ্যানগার্ড রূপালী মিউচুয়াল ফান্ডের আবেদন শেষ

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ শেষ হয়েছে রবিবার। ১০ টাকা অভিহিত মূল্যের সর্বনিম্ন ৫০০ ইউনিট কেনার জন্য আবেদন করতে পারছেন বিনিয়োগকারীরা। ১৮ সেপ্টেম্বর থেকে মিউচুয়াল ফান্ডটির আইপিওর চাঁদা গ্রহণ শুরু হয়েছিল। এর আগে ১৭ আগস্ট ১০ বছর মেয়াদী মিউচুয়াল ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর ট্রাস্টি। ৫৮১তম কমিশন সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, মেয়াদী মিউচুয়াল ফান্ডটির টার্গেট সাইজ ২০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা, আইপিওপূর্ব প্লেসমেন্টের মাধ্যমে এরই মধ্যে সংগৃহীত হয়েছে ৬৫ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×