ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ টিভি চ্যানেলের সঙ্গে জড়িত চারজন আটক

প্রকাশিত: ০৫:৫২, ২ অক্টোবর ২০১৬

অবৈধ টিভি চ্যানেলের সঙ্গে জড়িত চারজন আটক

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীকে গণঅভ্যর্থনা দিতে এসে অস্ত্রসহ আটক সেই যুবলীগ নেতা মুচলেকায় মুক্ত; নয়াপল্টনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের সাত নেতাকর্মী আটক ও অনুমোদনহীন দুটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত চারজনকে আটকের ঘটনা ঘটেছে। শনিবার রাজধানীর পৃথক এলাকায় ঘটনাগুলো ঘটে। অবৈধ টিভি চ্যানেলের সঙ্গে জড়িত চারজন আটক ॥ শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডার শাহজাদপুরের ক/৩২/৫/এ নম্বর পলাশ টাওয়ারে অভিযান চালায় র‌্যাব-১। অভিযানে ইব্রাহীম হোসেন হাওলাদার (২৮), রাশেদ হোসেন স্বপন (৪০), মোঃ শামীম আহম্মেদ (২৩) ও মোঃ বোরহান উদ্দিন (২২) নামে চারজন আটক হয়। আটককৃতরা নিজেদের অনুমোদনহীন এইচ বাংলা টিভি ও নেহা টিভির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বলে দাবি করেন। তাদের কাছ থেকে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার যন্ত্রাংশ ও পাইরেটেড সিডিসহ বিভিন্ন আলামত উদ্ধার হয়েছে। র‌্যাব জানায়, আটককৃতরা বাংলাদেশ থেকে বিভিন্ন সিনেমা, নাটক, ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলো ফিলেজিলা নামক একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সিঙ্গাপুরের কয়েকটি সম্প্রচার কেন্দ্রে প্রেরণ করত। এতে বাংলাদেশ সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। চক্রটি স্থানীয় কেবল অপারেটরদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হারবাল পণ্যের আপত্তিকর বিজ্ঞাপন ও পর্নো ছবি প্রচার করত। অনেকে বিশ্বাস করে এসব হারবাল ওষুধ সেবন করে মানসিক, শারীরিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চক্রটি সিঙ্গাপুরে অর্থও পাচার করত। আটককৃতরা গ্রামের অনেক সহজ-সরল মানুষদের টেলিভিশনে তাদের ছবি দেখানো, সিনেমা নাটকে অভিনয় করা, গ্রামের বিভিন্ন বিষয়াদি নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রচারের কথা বলে টাকা হাতিয়ে নিতো। চক্রটি নাটোর, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেটের কিছু গ্রামে অন্তত দুই শ’ রিসিভারের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত সিনেমার পাইরেটেড কপি, পর্নো ছবি ও হারবাল পণ্যের আপত্তিকর বিজ্ঞাপন প্রচারে জড়িত ছিল। অনেক সময় তারা এসব চ্যানেলে চাকরি দেয়ার নাম করে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের সাংবাদিকদের ভিজিটিং কার্ড হুবহু নকল করে ছাপিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের হুমকি-ধমকিসহ নানা অনৈতিক সুবিধা আদায় করত। সাংবাদিক পরিচয়ে তারা বিভিন্ন অসামাজিক কর্মকা- ও অপরাধমূলক কর্মকা- চালাত। চক্রটি সিনেমার পরিচালকদের ছবির পাইরেটেড করার ভয় দেখিয়ে ব্লাকমেইলে জড়িত ছিল। মুচলেকায় মুক্ত অস্ত্রসহ আটক সেই যুবলীগ নেতা ॥ শুক্রবার জাতিসংঘ সম্মেলন থেকে দেশে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণঅভ্যর্থনা দেয়ার কর্মসূচী থেকে ঢাকা মহানগর যুবলীগ উত্তর শাখার তথ্যবিষয়ক সম্পাদক সেলিম খানকে একটি পিস্তল ও দুই রাউন্ড বুলেটসহ আটক করে বিমানবন্দর থানা পুলিশ। বিকেল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ওসি নুর-ই-আজম জানান, পিস্তল ও বুলেট উভয়ই বৈধ। বৈধ আগ্নেয়াস্ত্রের কারণে ওই যুবলীগ নেতাকে শুক্রবার গভীর রাতে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। তবে অস্ত্র ও বুলেট জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যুবলীগ নেতা কেন অস্ত্র নিয়ে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র বহনের পেছনে কোন অসৎ উদ্দেশ্য তদন্তে প্রমাণিত না হলে অস্ত্রটি ফেরত দেয়া হবে। বিক্ষোভ সমাবেশ থেকে একাধিক মামলার আসামি ছাত্রদলের সাত নেতাকর্মী আটক ॥ শনিবার সকাল দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ১২ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে বলে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর দাবি। তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার নেতাকর্মীরা। মিছিলের সময় শান্তিনগর পীরসাহেব গলির মাথা থেকে পুলিশ ১২ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তবে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন মামলার আসামি।
×