ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ টাকার চাল ১৮ টাকায় বিক্রি ॥ আটক ২

প্রকাশিত: ০৪:১৭, ১ অক্টোবর ২০১৬

১০ টাকার চাল  ১৮ টাকায়  বিক্রি ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৩০ সেপ্টেম্বর ॥ কুমিল্লার তিতাসে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজির চালের ডিলার ১৮ টাকায় আড়তদারের নিকট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত ২ জনকে আটক ও ৫০ কেজি ওজনের ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বাতাকান্দি বাজারের জাহাঙ্গীর চালের আড়তে। আটককৃত জাহাঙ্গীর সরকার বাতাকান্দি বাজারের মেসার্স জাহাঙ্গীর চাল আড়তের মালিক ও উপজেলার সাতানী ইউনিয়নের আলমপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে ও সহকারী জাকির হোসেন একই ইউনিয়নের মোহনপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। এই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাদী হয়ে ডিলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে সাতানি ইউনিয়নের হতদরিদ্রের জন্য চাল বিক্রয়ের ডিলার নবীর হোসেন পলাতক রয়েছে।
×