ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিঠামইনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৪:১৭, ১ অক্টোবর ২০১৬

মিঠামইনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ জেলার মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জন্মভূমি মিঠামইনে গিয়ে রাষ্ট্রপতি দ্বিতীয় দিন শুক্রবার সকালে কামালপুরের নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে বাড়ি সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে পারিবারিক গোরস্তানে গিয়ে বাবা-মার কবরস্তান জিয়ারত করেন। বিকেল ৪টার দিকে তিনি থানাঘাট থেকে নৌ-বাহিনীর একটি স্পিডবোর্ড দিয়ে মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম উপজেলার সংযোগ রাস্তার কাজ পরিদর্শন করেন। পরে রাষ্ট্রপতি সন্ধ্যায় স্থানীয় আবদুল হক কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র রেজওয়ান আহাম্মেদ তৌফিক, তাঁর ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস শাহীদ ভূঞা, ইউএনও আজিজ হায়দার ভূঞাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগের দিন বিকেলে রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি থানাঘাটে নবনির্মিত ৫০০ আসনবিশিষ্ট রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ও নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন। এছাড়াও তিনি লঞ্চঘাটসহ মিঠামইন বাজারের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখেন। শুক্রবার মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে রাতযাপন শেষে রাষ্ট্রপতি আজ শনিবার বেলা ২টা ৪০ মিনিটে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
×