ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গান গাইলে আত্মশুদ্ধি লাভ করা যায়- ফরিদা পারভীন

প্রকাশিত: ০৩:৫৪, ১ অক্টোবর ২০১৬

গান গাইলে আত্মশুদ্ধি লাভ করা যায়- ফরিদা পারভীন

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী ফরিদা পারভীন বলেন ‘গান গাইলে আত্মশুদ্ধি লাভ করা যায়। গান জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটায়। গানের জন্য চাই সাধনা, একাগ্রতা, ভালবাসা। আর যে কোন বিষয় শিখতে গেলে সে বিষয় পড়ালেখা করাটা খুব জরুরী’-পিবিএস আয়োজিত শিশুদের সঙ্গে বিনোদন জোড়া ঘণ্টায় এ কথা বলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। শান্তিনগর পিবিএসের নিজস্ব চত্বরে শুক্রবার সকালে অল্প সময়ের এই অনুষ্ঠানে উপস্থিত শিশু ও অভিভাবকদের গান শুনিয়ে ও আড্ডা দিয়ে তিনি এক নিবিড় আনন্দময় একটি পরিবেশের সৃষ্টি করেন। উপস্থিত সবাই শিল্পীর গানে ও কথায় মুগ্ধ হয়েছেন। শিল্পীর সঙ্গে সময় কাটানোর সময়টি সবাই উপভোগ করেছে, বিশেষ ভাবে শিশুরা। ভবিষ্যতে এই জনপ্রিয় লালন কন্যা পিবিএসের এ ধরনের আয়োজনে আসবেন বলেও কর্তৃপক্ষের কাছে অঙ্গীকার করেন। উপস্থিত অভিভাবক ও শিশুদের উদ্দেশে ফরিদা পারভীন বলেন, একজন ভাল গুণী শিল্পী হতে পারলে মানুষের ভালবাসা পাওয়া যায়। সুর যদি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলেই সে হচ্ছে গুণী ও সার্থক শিল্পী।
×