ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম

প্রকাশিত: ০০:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম

স্টাফ রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে সব ধরণের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন, একশ্রেণীর বাজার সিন্ডিকেটের কারণে রাজধানীর কাঁচাবাজারে প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম। এ অবস্থায় অন্তত ছুটির দিনে বাজার মনিটরিংয়ের দাবি তাদের। অন্যদিকে, ইলিশের দাম কিছুটা বাড়লেও কমেছে অন্যান্য মাছের দাম। মহাখালি ও শান্তিনগরসহ একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেল, মানভেদে বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সীম ও টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে যথাক্রমে বিক্রি হচ্ছে ১২০ ও ১০০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সবজির দাম বাড়ার পেছনে, বাড়তি চাহিদার বিপরীতে যোগানের স্বল্পতাকে দায়ী করলেন বিক্রেতারা।
×