ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে গ্রেফতারকৃত ডাকাতরা জেএমবির সদস্য

প্রকাশিত: ২৩:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীতে গ্রেফতারকৃত ডাকাতরা জেএমবির সদস্য

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ সম্প্রতি নরসিংদী শহরের বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির ঘটনায় ধৃত ডাকাতরা সকলেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশের সদস্য । নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম আজ শুক্রবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন । তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর সন্ধায় শহরের বাশাইলের রেল লাইন সংলগ্ন মুকসেদুল কবির ফেরদৌস এর ৫তলা বিশিষ্ট ফ্ল্যাট বাড়ির দ্বিতীয়তলায় কলিং বেল টিপে কৌশলে ৪/৫ ডাকাত আগ্নেয়াস্ত্র, চাপাতি সহ বাসায় ঢুকে। ডাকাতরা বাসার সকলকে জিম্মী করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল লোট করে । পরে এলাকা বাসি সুত্রে খবর পেয়ে পুলিশ ওই বাসা ঘিরে ফেলে এবং হ্যান্ড মাইকে তাদেরকে আত্মসমর্পনের আহবান জানানো হয় । এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে । পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ৪ডাকাত হাত উচু করে সিড়ি বেয়ে নীচে নেমে আসে । এসময় পুলিশ ৪ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করে । ধৃত আসামিদেরকে আদালতে প্রেরন করে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদে তারা স্বীকার করে শহরের বৌয়াকুড় ইনডেক্স প্লাজার পাশের তামিম ভুইয়ার বাড়ি সহ আরো ৭/৮ বাড়িতে ডাকাতি করে নগদ অর্থ ,স্বর্নালংকার ও বিকাশ এজেন্টের টাকা লুট করেছে। তারা এ অর্থ জেএমবির আটককৃতদের মামলার ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহ করে আসছিল । আটক কৃতরা হল আলমগীর ওরফে ভেজাল আলমগীর ওরফে কালা ভাই ওরফে দরবেশ (৩৮) পিতা মোসলেম মিয়া সাং বেজেরগাও থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ, মোঃ অনিল ওরফে রনি ওরফে ফজলুল হক (১৮) কবির হোসেন , ও জুয়েল । এরা জানায় ডাকাতির সাথে কাউছার ওরফে কাশু ওরফে মধুভাই , নয়ন ওরফে নাজমুল হাসান, অপু, ফোড়া, শাহিন সহ আরো কয়েকজন মাঠ পর্যায়ে ডাকাতির কাজে সরাসরি জড়িত । ধৃত আলমগীরের স্বীকারোক্তি মোতাবেক ফোড়া শাহিন কে জামালপুর জেলা পুলিশের সহযোগীতায় জামালপুর থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও কিছু লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে ।
×