ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাজিয়া মিছিলে রাখা যাবে না ধারালো অস্ত্র :পুলিশ

প্রকাশিত: ২৩:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

তাজিয়া মিছিলে রাখা যাবে না ধারালো অস্ত্র :পুলিশ

অনলাইন রিপোর্টার ॥ অন্যান্যবার আশুরার তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম এসকল নিয়ে অংশ নিলেও এবার তা হচ্ছে না। নিরাপত্তার কারনে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়েনিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে ডিএমপির ডগ কে-নাইন ট্রেনিং সমাপ্ত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসন্ন পূজা এবং আশুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমরা পুলিশ, র্যা ব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবো। হোসনি দালান থেকে যে মিছিলটি বের হয় তারা অতিতে দা, কাঁচি, ছুরি বল্লম এবং শিকল দিয়ে বেধে বের হতো। তাদেরকে পাইক বলে। আমরা এইসব পাইকদের ডেকে বলেছি এখন নিরাপত্তার কারণে এইসব ছুরি, কাঁচি দা নিয়ে মিছিল করা যাবে না। এটা কোন ধর্মীয় অনুশাসন না। তারা এরইমধ্যে আমাদের কথা দিয়েছে এই ধরনের কাজ তারা করবে না।’ হিজরি পঞ্জিকার ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা পালিত হয়।
×