ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

জনি ডেপ কন্যা লিলির চমক

প্রকাশিত: ০৬:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

জনি ডেপ কন্যা লিলির চমক

তিনি হলিউডের নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখশ্রী। ইতোমধ্যে সবার নজর কেড়েছেন। নাম তার লিলি রোজ মেলোডি ডেপ। নামের শেষে পদবিটা দেখে অনেকেই ঠিক ধরে নিয়েছেন। হ্যাঁ তিনি প্রখ্যাত হলিউড তারকা অভিনেতা জনি ডেপ কন্যা। বয়স মাত্র ১৭ হলেও ইতোমধ্যে মডেল এবং অভিনেত্রী হিসেবে সবার মনোযোগ আকর্ষণ করেছেন। এই বয়সেই লিলি রোজ ডেপ দারুণ সম্ভাবনার প্রমাণ দিয়েছেন। বাবা আমেরিকান হলেও মা ফরাসী গায়িকা অভিনেত্রী মডেল ডানেসা প্যারাডিসের কারণে তাকে হলিউডের পাশাপাশি ফরাসী সিনেমায়ও অভিনয় করতে দেখা যায়। বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ায় লিলি ডেপ কিছু সময় আমেরিকায় বাবার সঙ্গে, আবার কিছু সময় মায়ের সঙ্গে ফ্রান্সে থাকেন। তার অভিনীত কমেডি হরর ধাঁচের হলিউডি সিনেমা ইয়োগো হোসারস মুক্তি পেয়েছে সম্প্রতি। যেখানে লিলি অভিনয় করেছেন স্কুল জীবন শেষ করা এক কিশোরী কলিন কোলেটের চরিত্রে। এ ছবিতে তার সঙ্গিনী কলিন ম্যাকেঞ্জির ভূমিকায় রূপদান করেছেন আরেক তন্বী অভিনেত্রী হার্লি কুইন স্মিথ। মূলত তাদের দুজনকে কেন্দ্র করে এ ছবির পুরো গল্প আবর্তিত হয়েছে। বিচিত্র স্বাদের এই হরর মুভিতে লিলি রোজ ডেপ এবং হার্লি কুইন মুভির মনমাতানো অভিনয় দর্শকদের চমকিত করবে। কেভিন স্মিথ পরিচালিত এ্যাকশন এডভেঞ্চার ট্রিলজি ফিল্মের প্রথম পর্ব টাস্ক ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। সেখানে প্রখ্যাত অভিনেতা বাবা জনি ডেপের সঙ্গে অভিনয় করেছিলেন কন্যা লিলি। তখন তার বয়স ছিল মাত্র ১৫। এ ছবিতে লিলির সঙ্গে হার্লি কুইনও ছিলেন। টাস্ক ছবির ধারাবাহিকতায় আসছে ইয়োগো হোসারস ছবিটি। ইতোমধ্যে ট্রিলজির তৃতীয় এবং শেষ সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। তৃতীয় ছবিটি হলো মুস জওস। গত জুলাইয়ে কানাডার সাচকাচুয়ানে শুরু হয়েছে ছবিটির শূটিং। লিলি রোজ ডেপ অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা প্ল্যানেটেরিয়াম মুক্তি পাবে আগামী নবেম্বরে। যেখানে নাটালি পোর্টম্যানের সঙ্গে অভিনয় করেছেন লিলি ডেপ। ফরাসী বেলজিয়াম এই ড্রামা ধাঁচের ছবিতে তারা বিশেষ এম্বরিক ক্ষমতার অধিকারী দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ এম্বরিক ক্ষমতার কারণে দুই বোন মৃত মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর ছবিটি আগামী নবেম্বরে মুক্তি পাবে। তার আগেই সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে লিলি রোজ ডেপ অভিনীত আরেকটি বহুল আলোচিত ছবি ‘দ্য ড্যান্সার’। বায়োগ্রাফিক্যাল মিউজিক্যাল ড্রামা ধাঁচের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সদ্যযৌবনা এই মেধাবী অভিনেত্রী। এখানে তার অভিনীত চরিত্রটি একজন নর্তকীর। কিংবদন্তি ফরাসী নর্তকী লোই ফলারের আত্মজীবনীমূলক এ ছবিতে লিলি অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্র ইসাডোরা ডানকানের ভূমিকায়। অভিনয়ের প্রয়োজনে এ ছবির জন্য লিলিকে নাচের প্রাকটিস করতে হয়েছে কঠোরভাবে। ২০১৪ সালে টাস্ক ছবিতে ছোট্ট একটি চরিত্রে বাবার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করে গত দুই বছরে নিজের যোগ্যতায় প্রমাণ দিয়ে হলিউড এবং ফরাসী চিত্রলোকে নিজের একটি অবস্থান গড়ে নিতে সক্ষম হয়েছেন। বাবা-মা উভয়ের কাছ থেকে অভিনয়, গানএর ধারা অর্জন করেছেন এই মেধাবী তরুণী। খুব অল্প বয়সেই মা প্রখ্যাত ফরাসী গায়িকা ভানেসা প্যারাডিসের সঙ্গে তার এ্যালবাম ব্লিজএ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন লিলি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ম্যাগাজিন ওয়েস্টারের ফটো শ্যূটের জন্য পোজ দিয়েছিলেন। এরপর দুনিয়াজুড়ে জনপ্রিয় পারফিউম, ফ্যাশন জুয়েলারি ব্র্যান্ড চ্যানেলের মডেল হিসেবে আবির্ভূত হন তিনি। আইরিশ র‌্যাপার রেজি স্নোর মিউজিক ভিডিও অল এ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড- এ দেখা গেছে লিলি রোজ ডেপকে। জনপ্রিয় এবং আলোচিত হলিউড সুপারস্টার জনি ডেপের কন্যা হওয়ার সুবাদে জন্মের পর থেকে মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার সৌভাগ্য হয়েছে তার। বিখ্যাত বাবা-মায়ের সন্তান হওয়ার সুবাদে লাইমলাইটে চলে আসাটা তার জন্য সহজ হলেও এ জন্য তার নিজের যোগ্যতা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গোল্ডেন গ্লোব, স্ক্রিন এ্যাক্টরস গিল্ড এ্যাওয়ার্ড বিজয়ী সেরা অভিনেতা জনি ডেপের যোগ্য উত্তরসূরি হিসেবে কন্যা লিলি রোজ ডেপ ক্যারিয়ারের সূচনাতেই দুর্দান্ত চমক নিয়ে আবির্ভূত হয়েছেন। বাবার যোগ্য কন্যা হতে চাই আমি। বাবার সুনাম অক্ষত রাখতে চাই আমার কাজে এবং নিজের আলাদা পরিচিতি গড়ে তুলতে চাই, বলেন লিলি ডেপ।
×