ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের শেয়ার চাঙ্গা

প্রকাশিত: ০৫:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আর্থিক খাতের শেয়ার চাঙ্গা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে বুধবার লেনদেনে অংশ নেয়া প্রায় ৯১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক খাতের চার কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। অন্যদিকে লেনদেনের শীর্ষ তালিকাতেও ছিল খাতটির লঙ্কা বাংলা ফাইন্যান্স। ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩ কোম্পানি রয়েছে। দিনটিতে এর মধ্যে মধ্যে ২১ কোম্পানির দর বেড়েছে। বুধবারে বাজারে তালিকাভুক্ত সব কোম্পানির মধ্যে শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দিনটিতে শেয়ারটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৫৩ বারে ১৭ লাখ ১৯ হাজার ৯৫০ শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স। এই শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪৮৪ বারে ৫৭ লাখ ৪৮ হাজার ৩৭১ শেয়ার লেনদেন করে। তালিকার পঞ্চম স্থানে থাকা ইসলামিক ফিন্যান্সের ৯০ পয়সা বা ৬ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এই তালিকায় থাকা বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১ টাকা বা ৫ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।
×