ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ২ মাসে রাজস্ব আদায় বেড়েছে

প্রকাশিত: ০৫:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বেনাপোলে ২ মাসে রাজস্ব আদায় বেড়েছে

আবুল হোসেন, বেনাপোল ॥ বেনাপোল বন্দর দিয়ে গত অর্থবছরের চেয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই ও আগস্টে ৩ হাজার ৫৯২ দশমিক ১৪ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। এই দুই মাসে আমদানির হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৩০ দশমিক ৩ মেট্রিক টন পণ্য। ১৫-১৬ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল এক লাখ ৩৪ হাজার ২২ দশমিক ৪৪ মেট্রিক টন। তবে জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আদায় একশ’ ১৪ কোটি ৭৭ লাখ টাকা বেশি আদায় হয়েছে। দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ৫৯৪ কোটি ১ লাখ টাকা। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জামাল হোসেন বলেন, চলতি বছরের দুই মাসে ছুটির হার বেশি ছিল। তাছাড়া বন্দরে পণ্যজট থাকায় ভারত থেকে ধীরগতিতে আমদানি আসছে।
×