ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে গৃহবধূ হত্যা মামলা তুলে নিতে হুমকি

প্রকাশিত: ০০:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

টেকনাফে গৃহবধূ হত্যা মামলা তুলে নিতে হুমকি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পরকীয়ায় আসক্ত স্বামীর অত্যাচারে নিহত গৃহবধূ নাজুমা আক্তার হত্যা ঘটনায় জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে নিতে আসামিদের হুমকিতে বাদী ও তার স্বজনরা নিরাত্তাহীনতায় ভূগছে দাবী করে প্রতিকার চেয়ে বুধবার পুলিশ সুপার সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। অভিযোগে জানা যায়, নিহত নাজুমার স্বামী নবী হোসেন তার প্রবাসি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে পড়া ঘটনায় নাজুমা ও তার স্বামীর পরিবারের মধ্যে বেশ ক’বার বৈঠক এবং বিচার সালিশ হয়েছে। অবশেষে প্রতিবাদকারীকে সরিয়ে দিতে গত ১সেপ্টেম্বর দুপুরে নবী হোসেন স্ত্রী নাজুমাকে বেদম প্রহার করলে এক পর্যায়ে সে মারা যায়। এ ঘটনা তার প্রথম কন্যা শরীফা আক্তার (৪) দেখে ফেলে। নিজেদের রক্ষা করতে স্বামী ও তার স্বজনরা মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নবী হোসেন মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে ধামাচাপা দিতে তদ্বির শুরু করছে বলে অভিযোগ রয়েছে।
×